ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

ভারত মহাসাগর পর্যন্ত হামলা বিস্তৃত করবে হুথি

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৯:৩৮ এএম, ১৫ মার্চ ২০২৪

ইসরায়েলের সঙ্গে সম্পর্কিত বাণিজ্যিক জাহাজে হামলা অব্যাহত রাখার কথা জানিয়েছেন হুথি নেতা আব্দুল মালিক আল-হুথি। এমনকি ভারত মহাসাগর ও কেপ অব গুড হোপ পর্যন্ত এই হামলা বিস্তৃত করা হবে।

বৃহস্পতিবার (১৪ মার্চ) এই হুথি নেতা এক টেলিভিশন ভাষণে বলেন, ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে ইসরায়েলের সঙ্গে সম্পর্কিত বাণিজ্যিক জাহাজে অভিযান পরিচালনা করছে হুথি। এতে এখন পর্যন্ত ৩৪ হুথি সদস্য নিহত হয়েছেন বলেও জানান তিনি।

আরও পড়ুন>

গত নভেম্বরের মাঝামাঝি সময় থেকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে লোহিত সাগার ও এডেন উপ-সাগরে হামলা চালাচ্ছে হুথিরা। এখন পর্যন্ত ৭৩টি জাহাজে হামলা করা হয়েছে।

এমন পরিস্থিতিতে এসব এলাকায় অচলাবস্থা তৈরি হয়েছে। তবে জাহাজ চলাচল স্বাভাবিক রাখতে ইয়েমেনের হুথিদের ওপর পাল্টা অভিযান চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য।

এর আগে গোষ্ঠী হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। একটি সামরিক সূত্রের বরাত দিয়ে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আরআইএ এ তথ্য জানিয়েছে।

সূত্রটি জানিয়েছে, হুথিদের ক্ষেপণাস্ত্র বাহিনী সফলভাবে একটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে, যা শব্দের চেয়ে ৮ গুণ বেশি দ্রুত গতিতে ছুটতে পারে।

সূত্রটি আরও জানিয়েছে, এই ক্ষেপণাস্ত্র লোহিত সাগার, এডেন উপ-সাগর ও আরব সাগরে অভিযান পরিচালনা করার জন্য ব্যবহার করতে পারে ইরান সমর্থিত গোষ্ঠীটি।

সূত্র: প্রেসটিভি

এমএসএম