ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

অর্থনৈতিক সংকট

বেতন নেবেন না পাকিস্তানের প্রেসিডেন্ট-স্বরাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৫:৩৬ পিএম, ১৩ মার্চ ২০২৪

পাকিস্তানে চলমান অর্থনৈতিক সংকটের কারণে বেতন না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন দেশটির নতুন প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি ও স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি। গত মঙ্গলবার (১২ মার্চ) পৃথক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন তারা।

পাকিস্তানি প্রেসিডেন্টের কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, বিরাজমান অর্থনৈতিক চ্যালেঞ্জের পরিপ্রেক্ষিতে প্রেসিডেন্ট জারদারি সিদ্ধান্ত নিয়েছেন, তিনি কোনো বেতন নেবেন না। দেশে বিচক্ষণ আর্থিক ব্যবস্থাপনাকে উৎসাহিত করতে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।

আরও পড়ুন>>

বিবৃতিতে আরও বলা হয়েছে, প্রেসিডেন্ট জাতীয় কোষাগারের বোঝা না বাড়ানোকে অপরিহার্য বলে মনে করছেন এবং সে কারণেই তার বেতন পরিত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

একইভাবে, বেতন না নেওয়ার ঘোষণা দিয়েছেন পাকিস্তানের নতুন স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভিও। মন্ত্রণালয় বণ্টনের পর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে এক পোস্টে তিনি বলেন, স্বরাষ্ট্র এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পেয়ে সম্মানিতবোধ করছি। এই মেয়াদে আমি বেতন না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

আরও পড়ুন>>

তিনি বলেছেন, এই চ্যালেঞ্জিং সময়ে সম্ভাব্য সব উপায়ে দেশের সেবা করতে চাই।

প্রসঙ্গত, মহসিন নাকভি পাকিস্তান ক্রিকেট বোর্ডের বর্তমান চেয়ারম্যান। পাকিস্তানের অন্যতম বৃহৎ মিডিয়া গোষ্ঠী সিটি মিডিয়া গ্রুপের প্রতিষ্ঠাতাও তিনি। এই গ্রুপের অধীনে অন্তত ছয়টি টেলিভিশন চ্যানেল ও একটি পত্রিকা রয়েছে।

সূত্র: দ্য এক্সপ্রেস ট্রিবিউন, উইকিপিডিয়া
কেএএ/