ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

ইমরান খানকে বন্দি রাখা আদিয়ালা কারাগারে হামলার চেষ্টা

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০২:২৪ পিএম, ০৭ মার্চ ২০২৪

পাকিস্তানের আদিয়ালা কেন্দ্রীয় কারাগারে সন্ত্রাসী হামলার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। তবে পুলিশের তৎপরতায় সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। এরই মধ্যে এই ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে গ্রেফতার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। এই আদিয়ালা কারাগারেই বন্দি রয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান।

বৃহস্পতিবার (৭ মার্চ) এক প্রতিবেদনে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন জানিয়েছে, যৌথ অভিযান চালিয়ে বৃহস্পতিবার আদিয়ালা কারাগারে হামলার চেষ্টা ব্যর্থ করে দেয় কাউন্টার টেরোরিজম ডিপার্টমেন্ট (সিটিডি) ও পুলিশ। এসময় তারা তিন দুর্বৃত্তকে গ্রেফতারও করে। পরে তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ জব্দ করে পুলিশ।

আরও পড়ুন: 

রাওয়ালপিন্ডি পুলিশের মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন, পুলিশ ও সিটিডি’র সদস্যরা আদিয়ালা কারাগারে হামলার চেষ্টা ব্যর্থ করে দিয়েছেন। গ্রেফতারকৃত তিন ব্যক্তি আফগানিস্তানের নাগরিক।

রাওয়ালপিন্ডির সিপিও বলেছেন, গ্রেফতাকৃতদের কাছ থেকে যেসব জিনিস জব্দ করা হয়েছে, তার মধ্যে স্বয়ংক্রিয় ভারী অস্ত্র ও গোলাবারুদও রয়েছে। এছাড়া তাদের কাছ থেকে হ্যান্ড গ্রেনেড, ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) ও কারাগারের মানচিত্রও জব্দ করা হয়েছে।

সিপিও সৈয়দ খালিদ হামদানি বলেন, পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বর্তমানে কারাগার ও আশপাশে তল্লাশি অভিযান চালাচ্ছেন।

আরও পড়ুন: 

দ্য ডন বলছে, আদিয়ালা কেন্দ্রীয় কারাগারে ধারণক্ষমতার চেয়ে দ্বিগুণ মানুষ বন্দি রয়েছেন। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহেরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানসহ সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও পাঞ্জাবের সাবেক মুখ্যমন্ত্রীও এখন এই কারাগারে বন্দি রয়েছেন।

সূত্র: দ্য ডন

এসএএইচ