যুদ্ধে ইউক্রেনের ৩১ হাজার সেনা প্রাণ হারিয়েছেন
যুদ্ধে ৩১ হাজার ইউক্রেনীয় সেনা প্রাণ হারিয়েছেন বলে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন। তবে কতজন আহত হয়েছেন তার তথ্য দেবেন না বলে জানিয়েছেন তিনি। কারণ এটি রাশিয়ার সামরিক পরিকল্পনায় সহায়তা করতে পারে।
রাশিয়ার সামরিক অভিযান শুরুর দুই বছর পূর্তির পরদিন রোববার এই হিসাব দিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট।
আরও পড়ুন: তিন বছরে গড়ালো রাশিয়া-ইউক্রেন যুদ্ধ
জেলেনস্কি বলেন, এই যুদ্ধে ইউক্রেনের ৩১ হাজার সেনা প্রাণ হারিয়েছেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ নিয়ে মিথ্যাচার করছেন। যাই হোক, এটা আমাদের জন্য অনেক বড় ক্ষতি।
ভলোদিমির জেলেনস্কি জানান, রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের এলাকায় কয়েক হাজার বেসামরিক মানুষ মারা গেছে। তবে এর প্রকৃত সংখ্যা জানা যায়নি।
তিনি বলেন, তাদের মধ্যে কতজন মারা গেছে, কতজন নিহত হয়েছেন, কতজনকে হত্যা করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, কতজনকে নির্বাসিত করা হয়েছে তা আমি জানি না। খবর: বিবিসি
জেডএইচ/