ভালো উদ্দেশ্যেই পানামা পেপার্স ফাঁস করা হয়েছে
বিশ্বজুড়ে এখন সবচেয়ে আলোচনার একটি বিষয় হচ্ছে পানামা পেপার্স ফাঁস। ওই পেপার্স ফাঁসের পর বিশ্বের ক্ষমতাধররা বেশ চাপের মধ্যে আছেন। বড় বড় ব্যবসায়ী, রাজনীতিবিদ, ফুটবল ও চলচ্চিত্র তারকার সম্পদ গোপন এবং কর ফাঁকির নথি প্রকাশিত হয়েছে। তবে এটা কোনো খারাপ উদ্দেশ্যে প্রকাশ করা হয়নি। খবর রয়টার্সের।
ভালো উদ্দেশ্য নিয়েই পানামা পেপার্স ফাঁস করা হয়েছে। এমনটাই দাবি করেছে জার্মানির জুডডয়েসে সাইটুং পত্রিকার সহ-প্রধান সম্পাদক ভুলফগ্যাং ক্রাখ। পত্রিকাটি একটি সূত্র থেকে ওই নথিগুলো পেয়েছিল। এ সম্পর্কে তিনি বলেন, জনস্বার্থেই মোস্যাক ফনসেকার গোপনীয় নথিগুলো ফাঁস করা হয়েছে। আমরা জানি না কীভাবে সূত্রটি তথ্য নিয়ে এসেছিল। অপরদিকে মোস্যাক ফনসেকার দাবি তাদের নথি ফাঁস হয়নি বরং তা হ্যাকিংয়ের শিকার হয়েছে। তবে এবিষয়ে নিশ্চিত নন ক্রাখ।
ওই পত্রিকার সাংবাদিকরা মোস্যাক ফনসেকার মাধ্যমে অফশোর লেনদেন সংক্রান্ত লাখ লাখ নথি পাওয়ার পর তা ওয়াশিংটনভিত্তিক ইন্টারন্যাশনাল কনসোর্শিয়াম অফ ইনভেস্টিগেটিভ জার্নালিস্টকে দেয়। তাদের মাধ্যমে তা বিশ্বের ১শর বেশি পত্রিকায় প্রকাশিত হলে বিশ্বের ক্ষমতাধরদের সম্পদের গোপন তথ্য বেরিয়ে আসে।
তিনি বলেন, আমরা জানি না ওই উৎস বেআইনিভাবে ওই নথি পেয়েছে কিনা। তবে জনস্বার্থের সঙ্গে সম্পৃক্ত কিছু কিছু ক্ষেত্রে আমরা প্রতিবেদন প্রকাশ করেছি। আর অনেক নথিই প্রকাশ করা হয়নি।
টিটিএন/এমএস