ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

ফের আন্দোলনের প্রস্তুতি

৬ মাসের খাবার নিয়ে দিল্লির পথে হাজারো কৃষক

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৩:১৪ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০২৪

২০২০ সালে দিল্লির কৃষক আন্দোলনের স্মৃতি কি আবারও ফিরে আসছে? সেই প্রশ্নই ঘুরপাক খেতে শুরু করেছে। গোয়েন্দা সূত্রের খবর অনুযায়ী, দীর্ঘ দিন ধরে আন্দোলন জারি রাখার নানা রকম প্রস্তুতি নিয়েই রাজধানীর দিকে অগ্রসর হচ্ছেন হাজার হাজার কৃষক।

ওই সূত্রের দাবি, শুধু পাঞ্জাব থেকেই ১৫০০ ট্রাক্টর এবং ৫০০ গাড়ি নিয়ে দিল্লি অভিযানে আসছেন কৃষকরা। ওই গাড়িতেই প্রায় ছয় মাসের খাবার নিয়ে আসছেন তারা। ফলে স্বাভাবিক ভাবেই চর্চা শুরু হয়ে গেছে যে তাহলে কি আরও একটি দীর্ঘ সময়ের কৃষক আন্দোলন দেখতে চলেছে দিল্লিসহ গোটা দেশ? ২০২০ সালে দিল্লির সীমানায় যে আন্দোলন শুরু করেছিলেন কৃষকরা সেই আন্দোলন ১৩ মাস ধরে চলেছে।

আরও পড়ুন: চলছে কৃষক আন্দোলন, যানজটে আটকা দিল্লিবাসী

এবারও কৃষকরা সেই পথেই হাঁটতে পারেন বলে মনে করা হচ্ছে। তাই আগেভাগেই নিশ্ছিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে দিল্লির সীমানা। পঞ্জাবের গুরদাসপুরের কৃষক হরভজন সিং এনডিটিভিকে বলেন, সুচ থেকে হাতুড়ি, সব কিছু ট্রলিতে করে নিয়ে যাচ্ছি আমরা। ব্যারিকেড ভাঙার যন্ত্রও নিয়ে যাওয়া হচ্ছে। আমরা ছয় মাসের জন্য খাবার নিয়ে রওনা দিয়েছি। আমাদের সঙ্গে প্রচুর জ্বালানিও রয়েছে।

আরও এক কৃষক জানিয়েছেন, এর আগের আন্দোলন ১৩ মাস ধরে চলেছে। কৃষকদের দাবি মেটানোর প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল কেন্দ্রের পক্ষ থেকে। কিন্তু সেই প্রতিশ্রুতি তারা রাখেনি। তার কথায়, এবার যত দিন পর্যন্ত আমাদের দাবি-দাওয়া মেনে না নেওয়া হবে, ততদিন আন্দোলন থেকে পিছু হটব না।

কৃষকদের এই ‘দিল্লি চলো’ অভিযান আটকানোর জন্য শেষ মুহূর্ত পর্যন্ত প্রচেষ্টা চালিয়েছে কেন্দ্র। দুই কেন্দ্রীয় মন্ত্রী কৃষক নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। কিন্তু সূত্রের খবর, সেই বৈঠক ফলপ্রসূ হয়নি। সোমবার রাত ১১টার পর বৈঠকে বসে ২০২০ সালের ইলেক্ট্রিসিটি আইন বাতিল করার বিষয়ে কৃষক নেতাদের আশ্বস্ত করেন দুই কেন্দ্রীয় মন্ত্রী।

 

উত্তরপ্রদেশের লখিমপুর খেরির ঘটনায় কৃষকদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা প্রত্যাহার করা হবে বলেও জানানো হয়। কিন্তু কৃষকদের মূল তিনটি দাবি-ফসলের ন্যায্য সহায়ক মূল্য, কৃষিঋণ মওকুফ করা এবং স্বামীনাথন কমিশনের প্রস্তাবের রূপায়ণ নিয়ে দু’পক্ষ কোনো স্থির সিদ্ধান্তে আসতে পারেনি।

আরও পড়ুন: ভারতে কৃষক আন্দোলন: বল এখন সরকারের কোর্টে

বৈঠকের পর বৈঠকে যোগ দেওয়া কৃষকদের এক প্রতিনিধির অভিযোগ, দু’বছর আগে কৃষকদের অর্ধেক দাবি মিটিয়ে দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দেওয়া হলেও কেন্দ্র কিছুই করেনি। কৃষকরা শান্তিপূর্ণ ভাবে সমস্যা সমাধানের চেষ্টা করলেও সরকার সময় নষ্ট করেছে বলে অভিযোগ তাদের।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

টিটিএন