ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

নির্বাচনের ফল ঘোষণায় দেরি

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ১৪৪ ধারা জারি

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১২:৪১ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০২৪

নির্বাচনের ফলাফল ইস্যুতে বিক্ষোভ-সহিংসতা ছড়িয়ে পড়ার আশঙ্কায় ১৪৪ ধারা জারি করা হয়েছে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে। শহরটিতে যেকোনো ধরনের ‘অবৈধ সমাবেশ’-এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে পুলিশ।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে এক পোস্টে ইসলামাবাদ পুলিশ বলেছে, শহরে ১৪৪ জারি করা হয়েছে। অবৈধ সমাবেশের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরও পড়ুন>> ভোট-জোটের জটিল হিসাবে পাকিস্তানের রাজনীতি

বিবৃতিতে বলা হয়েছে, নির্বাচন কমিশন ও অন্যান্য সরকারি প্রতিষ্ঠানের আশপাশে অবৈধ সমাবেশে উসকানি দিচ্ছে কিছু লোক। উল্লেখ্য যে, সমাবেশে প্ররোচনা দেওয়াও অপরাধ।

আইনের মধ্যে থেকে শান্তিপূর্ণ প্রতিবাদ করা সবার অধিকার। কিন্তু, প্রতিটি বেআইনি কাজের বিরুদ্ধে পুলিশ আইনগত ব্যবস্থা নেবে।

আরও পড়ুন>> পাকিস্তানের নির্বাচন নিয়ে যা বললো যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য-ইইউ

বিবৃতিতে আরও বলা হয়েছে, আইন মেনে চলা সবার কর্তব্য। নাগরিকদের বেআইনি কর্মকাণ্ডে অংশ না হওয়ার জন্য অনুরোধ করা হলো। শহরের আইন-শৃঙ্খলা বজায় রাখা ইসলামাবাদ ক্যাপিটাল পুলিশের সর্বোচ্চ অগ্রাধিকার।

সূত্র: জিও নিউজ
কেএএ/