ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

পাকিস্তানে ভোট চলছে, ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১১:৩৪ এএম, ০৮ ফেব্রুয়ারি ২০২৪

দ্বন্দ্ব-সংঘাতের আশঙ্কার মধ্যে পাকিস্তানে শুরু হয়েছে সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকালে সশরীরে লাহোরের ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। তবে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানসহ কারাবন্দি অন্যান্য নেতারা আগেই পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিয়েছেন বলে জানা গেছে।

পাকিস্তানি সংবাদমাধ্যম ডন জানিয়েছে, আদিয়ালা কারাগার থেকে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিয়েছেন ইমরান খান। একই পদ্ধতিতে ভোট দেওয়া অন্য নেতাদের মধ্যে রয়েছেন দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি, পাঞ্জাবের সাবেক মুখ্যমন্ত্রী চৌধুরী পারভেজ এলাহি, আওয়ামী মুসলিম লীগ প্রধান শেখ রশিদ এবং সাবেক তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী।

তবে ভোট দিতে পারেননি ইমরানের খানের স্ত্রী বুশরা বিবি। কারণ তাকে দোষী সাব্যস্ত করা হয়েছিল এবং পোস্টাল ব্যালটের ভোটিং প্রক্রিয়া শেষ হওয়ার পরে তাকে গ্রেফতার করা হয়।

এদিকে, ভোটগ্রহণ শুরুর পরপরই পাকিস্তানের বিভিন্ন এলাকায় ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে বলে জানা গেছে। ইন্টারনেট মনিটর নেটব্লকস এ তথ্য জানিয়েছে।

এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, মোবাইল নেটওয়ার্কে বিঘ্ন ঘটার পাশাপাশি পাকিস্তানের একাধিক অঞ্চলে এখন ইন্টারনেট সংযোগও বিচ্ছিন্ন রয়েছে।

কেএএ/