লোহিত সাগরে মার্কিন জাহাজে হামলার দাবি হুথি বিদ্রোহীদের
ইয়েমেনের হুথি বিদ্রোহীরা জানিয়েছে, তারা লোহিত সাগরে যুক্তরাষ্ট্রের একটি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে। বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে ওই অঞ্চলে এটাই সর্বশেষ হামলার ঘটনা। যুক্তরাষ্ট্র পরিচালিত ওই জাহাজটির নাম কেওআই বলে জানানো হয়েছে।
তবে এ বিষয়ের সঙ্গে সম্পর্কিত একটি সূত্রের বরাত দিয়ে বাণিজ্যিক জার্নাল ট্রেড উইন্ডস জানিয়েছে, এ ধরনের কোনো হামলার ঘটনা ঘটেনি। কিন্তু সামুদ্রিক নিরাপত্তা কোম্পানি অ্যামব্রে জানিয়েছে, ইয়েমেনের এডেন বন্দরের দক্ষিণে সাগরে চলমান একটি জাহাজে বিস্ফোরণ ঘটেছে। তারা ওই জাহাজের নাম উল্লেখ করেনি।
আরও পড়ুন: ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি যুক্তরাষ্ট্রের
এদিকে যুক্তরাষ্ট্রও একইদিনে ইয়েমেনে বিমান হামলা চালিয়েছে। বুধবার রাতে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, উৎক্ষেপণের জন্য প্রস্তুত করে রাখা ১০টি ড্রোন লক্ষ্য করে এসব হামলা চালানো হয়।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, কেওআই লাইবেরিয়ার পতাকাবাহী একটি কন্টেইনারবাহী জাহাজ। যুক্তরাজ্যভিত্তিক ওশেনিক্স সার্ভিস এটি পরিচালনা করে থাকে। একই কোম্পানির তেলবাহী ট্যাঙ্কার মারলিন লুয়ান্ডা শনিবার ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে।
গাজায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে ইসরায়েলের সংঘাতের প্রতিবাদে ইসরায়েল এবং এর সঙ্গে সম্পর্কিত যুক্তরাষ্ট্র এবং ব্রিটিশ জাহাজে হামলা চালাচ্ছে হুথি বিদ্রোহীরা। এই হামলা অব্যাহত রাখা হবে বলেও জানিয়েছে ইরান সমর্থিত গোষ্ঠীটি।
তবে হামলা-পাল্টা হামলার ঘটনায় এরই মধ্যে লোহিত সাগর দিয়ে জাহাজ চলাচল উল্লেখযোগ্য হারে কমে গেছে, যার প্রভাব পড়ছে আন্তর্জাতিক বাণিজ্যে। অপরদিকে, বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক করতে হুথিদের ওপর হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র এবং ব্রিটেন।
এর আগে ইরানি ড্রোন এবং হুথিদের ছোড়া ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, তাদের যুদ্ধজাহাজ তিনটি ইরানি ড্রোন এবং ইরানসমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে।
আরও পড়ুন: মার্কিন যে কোনো হামলার চূড়ান্ত জবাব দিতে প্রস্তুত ইরান: আইআরজিসি
হুথি বিদ্রোহীরা ইয়েমেনের হুথি-নিয়ন্ত্রিত এলাকা থেকে এডেন উপসাগরের দিকে একটি জাহাজবিধ্বংসী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ইউএসএস কার্নি ওই ক্ষেপণাস্ত্রটি সফলভাবে ভূপাতিত করেছে বলে মার্কিন সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে নিশ্চিত করেছে। হুথি বিদ্রোহীদের সামরিক মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছেন, আগ্রাসনে অংশ নেওয়া যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের যুদ্ধজাহাজ তাদের মূল লক্ষ্যবস্তু।
টিটিএন