ইরানের সার্বভৌমত্বকে সম্মান করি, হামলার পর বললো পাকিস্তান
বালুচিস্তানে ক্ষেপণাস্ত্র হামলার দুদিন যেতে না যেতেই ইরানে পাল্টা হামলা চালিয়েছে পাকিস্তান। এতে চার শিশু ও তিন নারী নিহত হয়েছেন বলে জানিয়েছে ইরানি সংবাদমাধ্যমগুলো। পাকিস্তানের এই হামলার জেরে দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বেড়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
তবে পাকিস্তান সরকার বলেছে, তারা ইরানের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতাকে সম্পূর্ণরূপে সম্মান করে। কেবল নিজেদের নিরাপত্তা ও জাতীয় স্বার্থেই এই হামলা চালিয়েছে ইসলামাবাদ।
আরও পড়ুন>> ইরানে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালালো পাকিস্তান
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সকালে এক বিবৃতিতে পাকিস্তানি পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ইরানের ভেতর নিয়ন্ত্রণহীন স্থানগুলোতে নিজেদের সরমাচার বলে প্রচার করা পাকিস্তানি বংশোদ্ভূত সন্ত্রাসীদের নিরাপদ আশ্রয় ও অভয়ারণ্য সম্পর্কে বেশ কয়েক বছর ধরে গুরুতর উদ্বেগ প্রকাশ করে আসছে পাকিস্তান। এই সন্ত্রাসীদের উপস্থিতি ও কর্মকাণ্ডের সুনির্দিষ্ট প্রমাণসহ একাধিক ডসিয়ারও শেয়ার করেছে ইসলামাবাদ।
‘কিন্তু, আমাদের গুরুতর উদ্বেগের বিষয়ে পদক্ষেপ না নেওয়ার কারণে এই তথাকথিত সরমাচাররা দায়মুক্তিসহ নিরপরাধ পাকিস্তানিদের রক্ত ঝরানো অব্যাহত রাখে। এই তথাকথিত সরমাচারদের আসন্ন বড় মাপের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজকের সকালের এই পদক্ষেপ নেওয়া হয়েছে।’
আরও পড়ুন>> পাকিস্তানে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ২ শিশু নিহত
বিবৃতিতে বলা হয়েছে, এই পদক্ষেপটি সব হুমকির বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা রক্ষায় পাকিস্তানের অদম্য সংকল্পের বহিঃপ্রকাশ। অত্যন্ত জটিল এই অভিযান সফলভাবে সম্পাদন পাকিস্তানি সশস্ত্র বাহিনীর পেশাদারত্বেরও প্রমাণ।
পাকিস্তান তার জনগণের নিরাপত্তা ও সুরক্ষায় প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়া অব্যাহত রাখবে উল্লেখ করে বিবৃতিতে আরও বলা হয়েছে, ইরানের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতাকে সম্পূর্ণরূপে সম্মান করে পাকিস্তান। আজকের এই আইনের অভিযানের একমাত্র উদ্দেশ্য ছিল পাকিস্তানের নিজস্ব নিরাপত্তা ও জাতীয় স্বার্থ রক্ষা, যা নিয়ে কোনো আপস করা যায় না।
আরও পড়ুন>> ইরানের রাষ্ট্রদূতকে বহিষ্কার করলো পাকিস্তান
পাকিস্তানি পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্বশীল সদস্য হিসেবে পাকিস্তান সদস্য রাষ্ট্রগুলোর আঞ্চলিক অখণ্ডতা, সার্বভৌমত্বসহ জাতিসংঘ সনদের নীতি ও উদ্দেশ্যগুলোকে পুরোপুরি সমর্থন করে। এই নীতিগুলোর মাধ্যমে পরিচালিত এবং আন্তর্জাতিক আইনের মধ্যে আমাদের বৈধ অধিকারের অনুশীলনে পাকিস্তান কখনোই কোনো অজুহাত বা পরিস্থিতিতে তার সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতাকে চ্যালেঞ্জ করতে দেবে না।
বিবৃতির শেষ ভাগে বলা হয়েছে, ইরান একটি ভ্রাতৃপ্রতিম দেশ এবং পাকিস্তানের জনগণ ইরানের জনগণের প্রতি অত্যন্ত শ্রদ্ধা ও ভালোবাসা পোষণ করে। সন্ত্রাসবাদের হুমকিসহ অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় আমরা সবসময় সংলাপ ও সহযোগিতার ওপর জোর দিয়েছি এবং যৌথ সমাধানের জন্য প্রচেষ্টা চালিয়ে যাবো।
সূত্র: ডন
কেএএ/