ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

আন্তর্জাতিক আদালত

ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলা, শুরু হয়েছে শুনানি

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৪:১০ পিএম, ১১ জানুয়ারি ২০২৪

গাজায় গণহত্যার অভিযোগ এনে আন্তর্জাতিক বিচার আদালতে মামলা দায়ের করেছে দক্ষিণ আফ্রিকা। গত ডিসেম্বরে এ মামলা করা হয়। ফলে বেশ কিছু দিন পর এ মামলার শুনানি শুরু হলো।

নেদারল্যান্ডসের হেগে অবস্থিত এ আদালতে বৃহস্পতিবার (১১ জানুয়ারি) যুক্তিতর্ক উপস্থাপন করছে দক্ষিণ আফ্রিকা। পরদিন শুক্রবার প্রতিক্রিয়া জানাবে ইসরায়েল।

ডিসেম্বরে মামলা করার পরই বিশ্বের বিভিন্ন দেশ থেকে স্বাগত জানানো হয়েছে। দাবি উঠছে যুদ্ধবিরতির।

আরও পড়ুন>‘গণহত্যার অপরাধে’ ইসরায়েলের বিরুদ্ধে মামলা দ. আফ্রিকার

গত ৭ অক্টোবর থেকে গাজায় অব্যাহত হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। এতে এখন পর্যন্ত ২৩ হাজার ২১০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৫৯ হাজারের বেশি। নিহতদের অধিকাংশ নারী ও শিশু।

তাছাড়া বোমা হামলা চালিয়ে ধ্বংস করা হয়েছে গাজার ঘরবাড়ি। বাস্তুচ্যুত হয়েছে লাখ লাখ ফিলিস্তিনি। এমন পরিস্থিতিতে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলা করে দক্ষিণ আফ্রিকা।

আদালতের কাছে এক আবেদনে দক্ষিণ আফ্রিকা গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডকে গণহত্যা বলে অভিহিত করে। কারণ সেখানে একটি জাতিগোষ্ঠীর বিরুদ্ধে ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে।

তবে ঘনিষ্ঠতম মিত্রের বিরুদ্ধে সব অভিযোগ প্রত্যাখ্যান করে ওয়াশিংটন দাবি করেছে, গাজায় কোনো গণহত্যাই হয়নি।

সূত্র: আল-জাজিরা

এমএসএম