গাজায় অব্যাহত বোমা হামলা, নিহত সাড়ে ২২ হাজার ছাড়ালো
অবরুদ্ধ গাজা উপত্যকায় প্রাণঘাতী বোমা হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। শুক্রবার (৫ জানুয়ারি) গাজার নুসিরাত, মাগাজি ও বুরেজ শরণার্থী শিবিরসহ বেশ কিছু জায়গায় হামলা চালিয়েছে দখলদার বাহিনী।
গত ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় গাজায় ২২ হাজার ৬০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন, ৫৭ হাজার ৯১০ জন।
আরও পড়ুন>তাইওয়ানের নির্বাচনের দিকে তাকিয়ে যুক্তরাষ্ট্র-চীন
এদিকে লেবানন জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে জানিয়েছে, ইসরায়েল ছয়টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে হামাস নেতা সালেহ আল-আরোরিকে হত্যা করেছে।
অন্যদিকে দক্ষিণ গাজার অনেক শরণার্থী শিবির ও আগে নিরাপদ জোন ঘোষণা করা এলাকায়ও এখন বোমা হামলা চলানো হচ্ছে। এই হামলা অব্যাহত থাকবে বলেও জানিয়েছে ইসরায়েল।
ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেছেন, গাজার স্বাধীনতাকমী সংগঠন হামাসের অপারেশন শেষ হলে ইসরায়েলও শেষ হবে। কেরমান প্রদেশের একটি শহরে দেওয়া ভাষণে তিনি এই দাবি করেন।
আরও পড়ুন>হামাসের অপারেশনে শেষ হবে ইসরায়েল: ইরানের প্রেসিডেন্ট
রাইসি বলেন, ভালোর জয় ও খারাপের পরাজয় হলো ঐশ্বরিক অঙ্গীকার। ইরাকে মার্কিন ড্রোন হামলায় নিহত জেনারেল কাসেম সোলাইমানির চতুর্থ মৃর্ত্যুবার্ষিকীর দিনে হামলার ঘটনার পর তিনি এই মন্তব্য করেন।
সূত্র: আল-জাজিরা
এমএসএম
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ প্রেসিডেন্ট নির্বাচনের পর পার্লামেন্ট নির্বাচনেও জয় পেলো দিশানায়েকের জোট
- ২ বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে ভারতের কিছু বলার দরকার নেই
- ৩ মার্কিন গোয়েন্দাপ্রধান হতে যাওয়া কে এই তুলসী গ্যাবার্ড?
- ৪ ট্রাম্পের স্বাস্থ্যমন্ত্রী হচ্ছেন কেনেডি জুনিয়র
- ৫ ভয়াবহ বায়ুদূষণের কবলে দিল্লি, বন্ধ হলো প্রাথমিকে সশরীরে ক্লাস