ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

কলোম্বিয়ায় হামলায় ৯ বিদ্রোহী নিহত

প্রকাশিত: ০৯:০৩ এএম, ১৬ ডিসেম্বর ২০১৪

কলোম্বিয়ায় এক সেনা হামলায় অন্তত ৯ বিদ্রোহী নিহত হয়েছে। দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় এক জঙ্গলে সোমবার এই হামলা করে সেনাবাহিনী। নিহতরা সবাই চরমপন্থী গেরিলা গ্রুপ ফার্কের সদস্য।

সেনা, পুলিশ ও প্রেসিডেন্ট সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এতে বলা হয়, কলোম্বিয়ার মেটা প্রদেশে এই হামলার ঘটনা ঘটে। জঙ্গলের ভেতর ফার্কের একটি গোপন আস্তানায় বিমান ও হেলিকপ্টারে করে বিমান হামলা চালানো হয়।

প্রেসিডেন্ট জন ম্যানুয়েল স্যান্তোস টুইটারে এই হামলার খবর টুইট করেছেন। তিনি লিখেছেন, মেটায় সেনাবাহিনী ও পুলিশ ফার্কের ৯ সদস্যকে হত্যা করেছে। এছাড়া চার জনকে আটক করা হয়েছে।

কিউবায় অস্ত্রবিরতি ও শান্তি চুক্তির পরও ফার্কের সঙ্গে লড়াই করতে হচ্ছে কলোম্বিয়াকে। কলোম্বিয়ায় দীর্ঘ ৫০ বছরের গেরিলা যুদ্ধে দুই লাখ ২০ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে।