দুর্ঘটনার কবলে মুরগিবাহী গাড়ি, সাহায্যের বদলে লুটে নিলো জনগণ
সুযোগ পেলে লুটেপুটে নিতে ভারতীয়রা যে কতটা পারদর্শী, তার নমুনা ফের দেখা গেলো উত্তর প্রদেশের আগ্রায়। না, এই কথাটি আমাদের নয়, এটি বলছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। কারণ, যেখানে দুর্ঘটনায় একজন প্রাণ হারিয়েছেন, কয়েক ডজন মানুষ আহতও হয়েছেন, সেখানে সাহায্য করার পরিবর্তে এলাকাবাসী মেতে উঠলো দুর্ঘটনাকবলিত ট্রাক থেকে মুরগি চুরি করতে!
বুধবার (২৭ ডিসেম্বর) সকালে আগ্রার একটি মহাসড়কে ঘন কুয়াশার কারণে দুর্ঘটনার কবলে পড়েছে অন্তত এক ডজন গাড়ি। এতে একজন নিহত হয়েছেন। আহতদের দ্রুত কাছের হাসপাতালগুলোতে নিয়ে যাওয়া হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়িগুলোকে রাস্তা থেকে সরাতে ডাকা হয়েছে ক্রেন।
আরও পড়ুন>> ভারতে ডাইনোসরের ডিমকে দেবতা ভেবে পূজা
কিন্তু এর মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে দুর্ঘটনাস্থলের কিছু দৃশ্য। একটি ভিডিওতে দেখা যায়, ঘন কুয়াশায় ঢাকা রাস্তায় বেশ কয়েকটি গাড়ি দাঁড়ানো। এর মধ্যে রয়েছে ব্রয়লার মুরগিভর্তি একটি ট্রাকও। আর সেই ট্রাক থেকেই দলবেঁধে মুরগি চুরি করছেন সবাই।
In UP's Agra, a lorry carrying chickens met with an accident in a road pile up due to dense fog. Commuters can be seen grabbing chickens and fleeing from the spot. Some bundled them in sack. pic.twitter.com/hBUaFCjj7g
— Piyush Rai (@Benarasiyaa) December 27, 2023
ভিডিওতে দেখা যায়, যে যতগুলো পারছেন মুরগি নিয়ে সটকে পড়ছেন। কেউ কেউ বস্তা নিয়ে এসেছেন। কেউ মোটরসাইকেল নিয়ে এসে মুরগি লুট করছেন। হয়তো সেগুলো বাড়িতে রেখে ফের লুটপাট করতে আসার ইচ্ছা রয়েছে তাদের।
আরও পড়ুন>> রাস্তার ঢালাই চুরি করে নিয়ে যাচ্ছে গ্রামবাসী, ভিডিও ভাইরাল
এনডিটিভি জানিয়েছে, ট্রাকটিতে প্রায় ৫০০ মুরগি ছিল, যার দাম অন্তত দেড় লাখ রুপি।
কেএএ/