ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

উত্তর প্রদেশে বড়দিন-বর্ষবরণে ১৪৪ ধারা জারি

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৫:০৫ পিএম, ২৩ ডিসেম্বর ২০২৩

বড়দিন এবং বর্ষবরণে জনসমাগমে নিষেধাজ্ঞা এনেছে উত্তর প্রদেশ। রাজ্যের রাজধানী লক্ষ্ণৌতে ১০ দিনের জন্য ১৪৪ ধারা জারি করা হয়েছে। আগামী রোববার (২৪ ডিসেম্বর) থেকে এই নিয়ম কার্যকর হবে। নতুন এই বিধি-নিষেধ চলবে আগামী ২ জানুয়ারি পর্যন্ত।

লক্ষ্ণৌ পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বড়দিন এবং বর্ষবরণে শান্তিশৃঙ্খলা বজায় রাখতেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। এই পদক্ষেপ না মানলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন: কর্ণাটকে শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাব পরার অনুমতি

১৪৪ ধারা জারি থাকার কারণে শপিংমল, পানশালা, রেস্তোরাঁ, হোটেলসহ বিভিন্ন জায়গায় জমায়েতের ওপরেও থাকছে বিধিনিষেধ। নির্দিষ্ট সংখ্যক লোকজনই এসব স্থানে প্রবেশ করতে পারবেন। এক বিজ্ঞপ্তি দিয়ে লক্ষ্ণৌ পুলিশ জানিয়েছে, ২৪ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি, এই ১০ দিন লক্ষ্ণৌতে ১৪৪ ধারা জারি করা হচ্ছে। আইনশৃঙ্খলা বজায় রাখতেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে।

ওই বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, কোনো জায়গায় যা ধারণ ক্ষমতা তার থেকে বেশি মানুষজনকে টিকিট দেওয়া হবে না বা প্রবেশ করতে দেওয়া যাবে না। সেই অনুষ্ঠান কোনো প্রেক্ষাগৃহের ভেতরে হোক বা বাইরে, নিয়ম একই। হোটেল, শপিংমল, পানশালা, রেস্তোরাঁ, অন্য জায়গায় শব্দ নিয়ন্ত্রণে রাখতে হবে যেন এতে অন্য কারও সমস্যা না হয়।

এসব নিয়ম ভঙ্গ হলে এর দায় বর্তাবে সেখানকার মালিক এবং আয়োজকদের ওপর। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে যে, এই নিয়ম যারা মানবেন না, তারা ভারতীয় দণ্ডবিধির ১৪৪ ধারা লঙ্ঘনের শাস্তি পাবেন।

আরও পড়ুন: ভারতের কোথাও তুষারপাত, কোথাও হালকা বৃষ্টির পূর্বাভাস

এই নোটিশ হোটেল, পানশালা, শপিংমলের বাইরে লাগিয়ে রাখতে হবে এবং তা মেনে চলতে হবে। এই দায়িত্ব কর্তৃপক্ষেরই। পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, যেসব পানশালা স্থায়ী এবং অস্থায়ী লাইসেন্স পেয়েছে, তাদের সব নিয়ম মেনে চলতে হবে। নির্দিষ্ট সময়ের পর পানশালা খোলা রাখা যাবে না।

টিটিএন