উচ্ছিষ্ট খাবার দিয়ে সাদা কাপড়ে লিখে সাহায্য চেয়েছিল জিম্মিরা
সম্প্রতি গাজায় ইসরায়েলি সৈন্যরা ভুল করে নিজেদের তিন জিম্মিকে গুলি করে হত্যা করেছে। মৃত্যুর আগে ওই জিম্মিরা সাদা কাপড়ের ওপর উচ্ছিষ্ট খাবার দিয়ে কিছু শব্দ ও চিহ্ন একে সাহায্যের আবেদন জানিয়েছিলেন। ওই সাদা কাপড়টি উদ্ধার করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) সদস্যরা।
কাপড়টিতে ‘সাহায্য করুন’, ‘তিন জিম্মি’ এবং ‘এসওএস’ চিহ্ন লেখা ছিল বলে জানিয়েছেন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর কর্মকর্তারা। সাহায্যের জন্য কোনো এক সময় জিম্মিরা এটা লিখেছেন বলে ধারণা করা হচ্ছে।
আরও পড়ুন: গাজায় ইসরায়েলি হামলায় আরও এক নারী সাংবাদিক নিহত
তারা বেশ কিছুদিন ধরেই ওই ভবনটিতে অবস্থান করছিলেন বলেও ধারণা করছে আইডিএফ। ইসরায়েলি কর্মকর্তারা এটাও স্বীকার করেছেন যে, সাদা পতাকাধারী ব্যক্তিদের হত্যা করে সৈন্যরা ‘নিয়ম লঙ্ঘন’ করেছেন।
গত শুক্রবার গাজার উত্তরে শুজাইয়া এলাকায় অভিযানের সময় নিজেদের তিন জিম্মিকে ভুল করে হত্যা করে ইসরায়েলি সৈন্যরা। ঘটনাটি যেখানে ঘটেছে, সেখানে হামাসের সঙ্গে ইসরায়েলি বাহিনীর তীব্র লড়াই চলছিল। ওই এলাকায় হামাস সদস্যরা বেসামরিক নাগরিকের ছদ্মবেশ ধারণ এবং নানা ধরনের ‘প্রতারণামূলক কৌশল’ অবলম্বন করে থাকে বলে দাবি করেছে ইসরায়েল।
ঘটনার বর্ণনায় ওই কর্মকর্তা বলেন, এক ইসরায়েলি সেনা তাদের কাছ থেকে কয়েক মিটার দূরে জিম্মিদের উঠে আসতে দেখেন। তারা সবাই খালি গায়ে এবং সাদা কাপড় বাঁধা একটি কাঠি হাতে ছিল।
তাদের দেখে ওই সেনা হুমকি বোধ করেন এবং গুলি চালান। তিনি তাদের (জিম্মি) সন্ত্রাসী ঘোষণা করেন এবং তখন বাকিরাও (বাহিনী) গুলি চালায়। সঙ্গে সঙ্গে দুজন নিহত হন।
তৃতীয় জিম্মি আহত হয়ে নিকটবর্তী একটি ভবনে ফিরে যান এবং সেখান থেকে হিব্রু ভাষায় সাহায্যের অনুরোধ জানান। ব্যাটালিয়ন কমান্ডার তাৎক্ষণিকভাবে যুদ্ধবিরতির আদেশ দেন। কিন্তু তৃতীয় ওই ব্যক্তির দিকে আরেক দফা গুলি চালানো হলে তিনিও মারা যান। ইসরায়েলি কর্মকর্তা বলেন, এটি আমাদের নিয়মের বিরুদ্ধে।
ইয়োতাম হাইম (২৮), সামের তালালকা (২২) এবং অ্যালন শামরিজ (২৬) নামের ওই তিন ইসরায়েলি যুবককে গত ৭ অক্টোবর জিম্মি হিসেবে অপহরণ করেছিল হামাস। অভিযানের সময় যখন তাদের গুলি করা হয় তখন তাদের হাতে ওই সাদা কাপড়টি ছিল।
এ ঘটনার জন্য ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হলেও হত্যার নিন্দা জানিয়ে বিক্ষোভ করছেন ইসরায়েলের সাধারণ নাগরিকরা। এছাড়া এখনও যেসব ইসরায়েলি নাগরিক হামাসের কাছে জিম্মি রয়েছে, সমঝোতা চুক্তির মাধ্যমে তাদেরকে মুক্ত করার জন্য ইসরায়েলি সরকারের ওপরও চাপ বাড়ছে।
গাজা উপত্যকায় এখনও প্রায় ১২০ জন ইসরায়েলি হামাসের হাতে বন্দী রয়েছে বলে ধারণা করা হচ্ছে। গত ৭ অক্টোবর ইসরায়েলের দক্ষিণাঞ্চলে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। ওই হামলায় প্রায় ১২০০ ইসরায়েলি নাগরিক নিহত হয়।
আরও পড়ুন: জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় নিহত ৯০
হামলার ঘটনার পর প্রতিশোধ হিসেবে গাজায় ব্যাপক সামরিক অভিযান শুরু করে ইসরায়েল। হামাসকে নিশ্চিহ্ন করার লক্ষ্যেই অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে আইডিএফ। এই অভিযানে ১৯ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ। এছাড়া উদ্বাস্তু হয়েছে আরও কয়েক লাখ মানুষ।
টিটিএন
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ প্রেসিডেন্ট নির্বাচনের পর পার্লামেন্ট নির্বাচনেও জয় পেলো দিশানায়েকের জোট
- ২ বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে ভারতের কিছু বলার দরকার নেই
- ৩ মার্কিন গোয়েন্দাপ্রধান হতে যাওয়া কে এই তুলসী গ্যাবার্ড?
- ৪ ট্রাম্পের স্বাস্থ্যমন্ত্রী হচ্ছেন কেনেডি জুনিয়র
- ৫ ভয়াবহ বায়ুদূষণের কবলে দিল্লি, বন্ধ হলো প্রাথমিকে সশরীরে ক্লাস