কুয়েতের নতুন আমির শেখ মিশাল আল আহমদ
কুয়েতের আমির শেখ নওয়াফ আল আহমাদ আল জাবের আল সাবাহ মারা যাওয়ায় নতুন আমির হিসেবে দায়িত্ব গ্রহণ করছেন শেখ মিশাল আল আহমাদ আল জাবের আল সাবাহ। শনিবার (১৬ ডিসেম্বর) দেশটির মন্ত্রী পরিষদ তাকে আমির হিসেবে মনোনীত করে।
নতুন আমির হতে যাওয়া শেখ মিশালের বর্তমান বয়স ৮৩ বছর। ২০২০ সালে তৎকালীন আমির সাবাহ আল-আহমেদ আল-জাবের আল-সাবাহর মৃত্যুর পর ৮০ বছর বয়সে ক্রাউন প্রিন্স হিসেবে নিযুক্ত হয়েছিলেন মিশাল।
এর মাধ্যমে বিশ্বের ইতিহাসে ‘সবচেয়ে বয়স্ক ক্রাউন প্রিন্স’ হওয়ার রেকর্ড গড়েছিলেন তিনি।
শেখ মিশাল ১৯৬৭ থেকে ১৯৮০ পর্যন্ত দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ পদে আসীন ছিলেন। ন্যাশনাল গার্ডের ডেপুটি চিফ হিসেবেও কাজ করেছেন তিনি।
এর আগে শেখ নওয়াফ আল আহমাদ আল জাবের আল সাবাহ শনিবার (১৬ ডিসেম্বর) ৮৬ বছর বয়সে মারা গেছেন। তার মারা যাওয়ার কয়েক ঘণ্টা পরেই এক জরুরি বৈঠকে নতুন আমির নির্বাচন করেছে কুয়েতের মন্ত্রিসভা।
এমএসএম