কলকাতা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল শুরু ৫ ডিসেম্বর
আগামী ৫ ডিসেম্বর থেকে শুরু হতে যাচ্ছে সপ্তাহব্যাপী ২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এদিন বিকেল ৪টার দিকে কলকাতার নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে এই ফেস্টিভ্যালের আনুষ্ঠানিক উদ্বোধন উদ্বোধন করবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত থাকবেন বলিউডের ভাইজানখ্যাত সালমান খান, অনিল কাপুর, কমল হাসান, শত্রুঘ্ন সিনহা, সোনাক্ষী সিনহা, রাজ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডর সৌরভ গাঙ্গুলী, পরিচালক মহেশ ভাট প্রমুখ।
আরও পড়ুন: ভারতের জি-২০ প্রেসিডেন্সি, বিশ্বের জন্য নরেন্দ্র মোদীর বার্তা
৮ দিনের এই উৎসবের শেষ দিন ১২ ডিসেম্বর ৩৯টি দেশের মোট ২১৯টি ছবি দেখানো হবে। এরমধ্যে রয়েছে ১৬৯টি পূর্ণদৈর্ঘ্যের ছবি এবং ৫০টি স্বল্পদৈর্ঘ্যের ছবি ও তথ্যচিত্র। এর মধ্যে বিদেশি ছবির সংখ্যা ৬৩।
নন্দন-১,২,৩, শিশির মঞ্চ, প্রিয়া, নজরুল তীর্থ-১,২, রবীন্দ্রসদন, নবীনা, সাউথ সিটি, মিনার, বিজলী, মেনকা, অশোকা, স্টার, রবীন্দ্র ওকাকুরা ভবন, কোয়েস্ট মলসহ কলকাতার ২৩টি পেক্ষাগৃহে এই ছবিগুলো প্রদর্শিত হবে।
উদ্বোধনী ছবি হিসেবে দেখানো হবে উত্তম কুমার-তনুজা-তরুণ কুমার-লিলি চক্রবর্তী অভিনীত বাংলা ছবি ‘দেয়া নেয়া’। এবারের উৎসবের ফোকাস কান্ট্রি ‘স্পেন’, স্পেশাল ফোকাস কান্ট্রির মর্যাদা দেওয়া হয়েছে অস্ট্রেলিয়াকে।
বুধবার বিকেলে কলকাতার রবীন্দ্র সদনে সংবাদ সম্মেলন করে রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণমন্ত্রী অরূপ বিশ্বাস এসব ঘোষণা দেন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন তথ্য সংস্কৃতি প্রতিমন্ত্রী ইন্দ্রনীল সেন, কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালের চেয়ারম্যান পরিচালক রাজ চক্রবর্তী, পরিচালক গৌতম ঘোষ, হরনাথ চক্রবর্তী, অভিনেত্রী মিমি চক্রবর্তী, অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী, অরিন্দম শীলসহ আরও অনেকেই।
এবার মোট পাঁচটি আলাদা প্রতিযোগিতামূলক বিভাগ রয়েছে-এগুলো হলো ইন্টারন্যাশনাল কম্পিটিশন (ইনোভেশন ইন মুভিং ইমেজ), কম্পিটিশন অল ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজেস, এশিয়ান সিলেট (নেটপ্যাক অ্যাওয়ার্ড), বেঙ্গলি প্যানোরামা, ন্যাশনাল কম্পিটিশন অন ডকুমেন্টারি এবং ন্যাশনাল কম্পিটিশন অন শর্ট ফিকশন। এছাড়াও নন-কম্পিটিশন বিভাগে থাকছে সিনেমা ইন্টারন্যাশনাল।
আরও পড়ুন: ভারতের হারে উল্লাস, কাশ্মীরে গ্রেফতার ৭ শিক্ষার্থী
কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ওয়েবসাইট থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, এবারের চলচ্চিত্র উৎসবে বাংলাদেশ থেকে ঠাঁই পেয়েছে মাত্র একটি ছবি। পরিচালক সৈয়দা নিগার বানুর ‘নোনা পানি’ ছবিটি এশিয়ান সিলেক্ট বিভাগে স্থান পেয়েছে। এবছরের ক্যাচ লাইন বিশ্ব সিনেমার বঙ্গ ভ্রমণ।
ডিডি/টিটিএন