সৌদি আরবে একসঙ্গে দুটি চাকরি করার সুযোগ
কর্মজীবীদের জন্য দারুণ সুখবর দিয়েছে সৌদি আরব। দেশটির মানবসম্পদ ও সমাজ কল্যাণ মন্ত্রণালয় জানিয়েছে, কর্মজীবীরা দেশটিতে একসঙ্গে দুটি চাকরি করতে পারবেন। মূলত প্রাইভেট সেক্টরে কর্মরত ব্যক্তিদের এই অনুমতি দিয়েছে সৌদি সরকার।
সোমবার (২৭ নভেম্বর) আরব নিউজের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
সৌদির মানবসম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, এখন থেকে একসঙ্গে দুটি চাকরি করতে পারবেন প্রাইভেট সেক্টরের কর্মীরা। এক্ষেত্রে চুক্তিপত্র ও আইনগতভাবে কর্মীদের সব সুবিধা নিশ্চিত করা হবে। পূর্বে একাধিক কাজ করার ক্ষেত্রে যে নিষেধাজ্ঞা ছিল, তার আর কাজ করবে না।
আরও পড়ুন: বিশ্ব বাজারে আরও কমেছে জ্বালানি তেলের দাম
সাম্প্রতিক বছরগুলোতে সৌদি আরব নিজেদের চাকরির বাজার ঢেলে সাজাচ্ছে। এমনকি, তারা তাদের চাকরির বাজারকে আরও প্রতিযোগিতামূলক ও আকর্ষণীয় করে তোলার নানা চেষ্টা চালিয়ে যাচ্ছে। ফলে এ খাতের পৃষ্ঠপোষকতা বাড়াতে ব্যাপক সংস্কার করেছে দেশটি।
যেসব সংস্কার আনা হয়েছে তার অধীনে অভিবাসী কর্মীরা প্রতিবছর নিয়োগকর্তার অনুমতি ছাড়াই দেশের বাইরে যাওয়ার ও ফিরে আসার সুযোগ-সুবিধা পাবেন। এছাড়া নতুন নীতির আওতায় অভিবাসী শ্রমিকরা নিয়োগকর্তার অনুমতি ছাড়াই বিদেশে যাওয়ার জন্য আবেদন করতে পারবেন।
আরও পড়ুন: সৌদি আরবে ওভারটাইম কাজের নতুন নিয়ম
বর্তমানে সৌদিতে মোট জনসংখ্যা ৩ কোটি ২১ লাখ ৭৫ হাজার ২২৪ জন (২০২২ সালের আদমশুমারি অনুযায়ী)। এরমধ্যে সৌদির স্থানীয় নাগরিক হলেন প্রায় ১ কোটি ৮৮ লাখ। যা মোট জনসংখ্যার ৫৮ দশমিক ৪ শতাংশ। অন্যদিকে, দেশটিতে প্রবাসীর সংখ্যা প্রায় ১ কোটি ৩৪ লাখ। যা মোট জনসংখ্যার ৪১ দশমিক ৬ শতাংশ।
প্রবাসীদের মধ্যে ২০ লাখের বেশিই বাংলাদেশি। এর পরেই রয়েছে ভারত ও পাকিস্তান। দেশটিতে ১০ লাখ ৮৮ হাজার ভারতীয় ও ১০ লাখ ৮১ হাজার পাকিস্তানি প্রবাসী রয়েছে। ২০১০ সাল থেকে ২০২২ সালের মধ্যে দেশটিতে স্থানীয় নাগরিকের সংখ্যা বেড়েছে ৪৮ লাখ। আর প্রবাসীর সংখ্যা বেড়েছে ৩৫ লাখ।
সূত্র: আরব নিউজ
এসএএইচ