ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

ইসরায়েল-হামাস চুক্তি দীর্ঘায়িত হওয়ার ‘জোর সম্ভাবনা’ দেখছেন বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৮:৫৬ পিএম, ২৫ নভেম্বর ২০২৩

ইসরায়েল-হামাসের মধ্যকার চারদিনের যুদ্ধবিরতি দীর্ঘায়িত হওয়ার জোর সম্ভাবনা রয়েছে বলে মনে করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন, আমার মনে হয়, এর বাস্তব সম্ভাবনা রয়েছে। তবে গত ৭ অক্টোবর থেকে শুরু হওয়া এই লড়াই আর কতদিন চলতে পারে, সে বিষয়ে কোনো মন্তব্য করেননি তিনি।

শুক্রবার (২৪ নভেম্বর) সাংবাদিকদের সামনে মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমার প্রত্যাশা হলো, যত তাড়াতাড়ি সম্ভব এটি শেষ করা। তার জন্য আমরা এগিয়ে যাওয়ার পাশাপাশি বাকি আরব বিশ্বও সব পক্ষের ওপর চাপ দিচ্ছে।

আরও পড়ুন>> ইসরায়েল-হামাস চুক্তিতে বাইডেনের লাভ হলো না ক্ষতি?

এসময় ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করে তিনি বলেন, হামাসকে ‘নির্মূল’ করা এখনো ইসরায়েলের জন্য ‘বৈধ’ মিশন।

বাইডেন বলেন, বেসামরিক হতহতের সংখ্যা কমাতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে ‘উৎসাহিত’ করেছেন তিনি।

আরও পড়ুন>> ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধ/ দু’পক্ষের কাছে চিঠিতে বাইডেনের দু’রকম কথা

হামাসের হামলার প্রতিশোধ নিতে গাজায় ইসরায়েলের বর্বরোচিত হামলায় এ পর্যন্ত প্রায় ১৫ হাজার ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন, যার বেশিরভাগই নারী ও শিশু। গত ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলা চালালে নিহত হন অন্তত ১ হাজার ২০০ জন।

এই সংঘাতের প্রায় দেড় মাস পরে অবশেষে চারদিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল ও হামাস। শুক্রবার থেকে কার্যকর হওয়া চুক্তির শর্ত হিসেবে ৫০ জিম্মিকে ছেড়ে দেবে হামাস এবং ইসরায়েল মুক্তি দেবে ১৫০ ফিলিস্তিনি বন্দিকে।

আরও পড়ুন>> মুসলিমদের ভোট হারাতে পারেন বাইডেন, ঝুঁকিতে পুনর্নির্বাচন

সূত্র: আল-জাজিরা
কেএএ/