ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

ভারতের পরবর্তী প্রেসিডেন্ট অমিতাভ!

প্রকাশিত: ০১:১৪ পিএম, ৩০ মার্চ ২০১৬

বলিউড সুপার স্টার খ্যাত অভিনেতা অমিতাভ বচ্চন ভারতের পরবর্তী প্রেসিডেন্ট হতে যাচ্ছেন। দেশটির প্রখ্যাত রাজনীতিবিদ অমর সিং বলেছেন, তিনি জানতে পেরেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে বলিউড সুপারস্টার অমিতাভ বচ্চনের নাম প্রস্তাবের পরিকল্পনা করেছেন।

ভারতের প্রভাবশালী ইংরেজি সংবাদমাধ্যম জি নিউজকে দেওয়া এক বিশেষ সাক্ষাতকারে অমর সিং এ দাবি করেছেন। জি নিউজের সম্পাদক ভাসিন্দ্র মিশ্র ওই সাক্ষাতকার নিয়েছেন।

ভারতীয় জনতা পার্টির নেতা অমর সিং বলেন, `পা` চলচ্চিত্রের জন্য আমি গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন অমিতাভ বচ্চনকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে পরিচয় করিয়ে দিয়েছিলাম। প্রধানমন্ত্রীর সঙ্গে বচ্চনের সাক্ষাতের পর  বিগ বি খ্যাত বিখ্যাত এই অভিনেতাকে গুজরাটের ব্রান্ড অ্যাম্বাসেডর হওয়ার জন্য মোদি প্রস্তাব দিয়েছিলেন বলে দাবি করেছেন অমর সিং।

উল্লেখ্য, বচ্চন পরিবারের সঙ্গে অমর সিংয়ের অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। ভারতের বর্তমান রাষ্ট্রপতি প্রণব মুখার্জি (১৩ তম) ২০১২ সালের ২৫ জুলাই শপথ গ্রহণ করেন। আগামী বছরের মাঝামাঝি সময়ে প্রণব মুখার্জির মেয়াদ শেষ হবে।

এসআইএস/পিআর