কাতারের উচ্চ আদালতে ভারতের আবেদন
কাতারে মৃত্যুদণ্ড প্রাপ্ত সাবেক নৌসেনাদের বাঁচাতে আবেদন করেছে ভারত। কাতারের আদালতে এই আবেদন জানানো হয়েছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছে, সব আইনি দিক খতিয়ে দেখে এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হয়েছে। কাতারের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে নয়াদিল্লি।
এর আগে আটজন সাবেক ভারতীয় নৌসেনা কর্মকর্তার মৃত্যুদণ্ডের রায় দেয় কাতারের একটি আদালত। তাদের বিরুদ্ধে ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ রয়েছে। ২০২২ সালের অগাস্ট মাসে আট জনকে গ্রেফতার করা হয়। তারপর থেকে কাতারের কারাগারেই বন্দি অভিযুক্ত ভারতীয়রা।
আরও পড়ুন>দিল্লিতে স্বস্তি ফিরলেও উদ্বেগ কলকাতায়
ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছে, কাতারের আদালত যে রায় দিয়েছে, তা নিয়ে ভারতের আইনি দলের সঙ্গে আলোচনা করা হয়েছে। সব আইনগত দিক বিবেচনা করে মন্ত্রণালয় একটি আবেদন জানিয়েছে। কাতারের সঙ্গে যোগাযোগ রাখা হয়েছে। সাজাপ্রাপ্তদের পরিবারের সঙ্গেও যোগাযোগ রেখেছে সরকার।
কাতারের আট সাবেক নৌসেনাকর্তাকে যত দূর সম্ভব আইনি ও দূতাবাস সংক্রান্ত সাহায্য করা হবে বলে আরও একবার আশ্বাস দিয়েছে নয়াদিল্লি। তবে এই মামলার গুরুত্ব এবং সংবেদনশীল প্রকৃতির কথা মাথায় রেখে এ বিষয়ে বেশি জল্পনা, চর্চা না করার অনুরোধ করেছে তারা।
কাতারে মৃত্যুদণ্ড প্রাপ্ত ভারতের সাবেক নৌসেনা কর্তারা হলেন, ক্যাপ্টেন নবতেজ সিংহ গিল, ক্যাপ্টেন বীরেন্দ্র কুমার বর্মা, ক্যাপ্টেন সৌরভ বশিষ্ঠ, কমান্ডার অমিত নাগপাল, কমান্ডার পূর্ণেন্দু তিওয়ারি, কমান্ডার সুগুণাকর পাকালা, কমান্ডার সঞ্জীব গুপ্তা এবং নাবিক রাজেশ।
কাতারের সেনাবাহিনীকে প্রশিক্ষণ দেওয়ার কাজে নিযুক্ত বেসরকারি সংস্থায় কর্মরত ছিলেন ভারতের নৌসেনার অবসরপ্রাপ্ত এই আট কর্মকর্তা। তাদের মৃত্যুদণ্ডের বিরুদ্ধে কাতারের উচ্চ আদালতে আবেদন জানানোর নিয়ম রয়েছে। সেই নিয়মেই আবেদন করেছে ভারত সরকার। কোনো আবেদন জানানো না হলে নিম্ন আদালতের রায়ই কার্যকর হতো। কাতারের সরকার প্রধানের কাছে সাজাপ্রাপ্তদের পরিবারের তরফেও আলাদা করে আবেদন জানানো হয়েছে।
সূত্র: এনডিটিভি
এমএসএম