ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

দিল্লিতে স্বস্তি ফিরলেও উদ্বেগ কলকাতায়

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৯:১৮ এএম, ১০ নভেম্বর ২০২৩

ভারতের রাজধানী দিল্লিতে অবশেষে দেখা মিলেছে স্বস্তির বৃষ্টির। এতে সেখানের বায়ুদূষণ কমেছে উল্লেখযোগ্যভাবে। শুক্রবার (১০ নভেম্বর) এয়ার কোয়ালিটি ইনডেক্সে দেখা গেছে, ১০৫ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় দিল্লির অবস্থান ১৬ নম্বরে। অথচ গত এক সপ্তাহের বেশি সময় ধরে ৪০০-এর বেশি স্কোর নিয়ে দিল্লি ছিল শীর্ষে। বর্তমানে দূষিত শহরের তালিকায় শীর্ষে উঠে এসেছে কলকাতা। শহরটির বায়ুর মনের স্কোর ২৭৪, যা খুবই অস্বাস্থ্যকর।

জানা গেছে, দিল্লি-নয়ডার অনেক এলাকায় রাতভর প্রবল বৃষ্টি হয়েছে। আবহাওয়ার পরিবর্তনের কারণে তাপমাত্রা কমেছে। দূষণ থেকেও বড় ধরনের মুক্তি মিলেছে। 

দেশটির আবহাওয়া দপ্তর জানিয়েছে, দিল্লির বাওয়ানা, কানঝাওয়ালা, মুন্ডকা, জাফরপুর, নাজফগড়, নয়ডা এবং গ্রেটার নয়ডায় বৃষ্টি হয়েছে। আইএমডি জানিয়েছে, বাহাদুরগড়, গুরুগ্রাম, মানেসারসহ এনসিআরের কিছু এলাকায় বৃষ্টি হয়েছে। এর পাশাপাশি হরিয়ানার রোহতক, খারখোদা, মাত্তানহেল, ঝাজ্জার, ফারুখনগর, কোসলির আশপাশের এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আম আদমি পার্টির নেতা সোমনাথ ভারতী বলেছেন, দিল্লিতে বৃষ্টি হচ্ছে, এটা কৃত্রিম বৃষ্টি নয়, বৃষ্টি পাঠিয়েছেন ঈশ্বর। ভগবান সবসময় অরবিন্দজি এবং আম আদমি পার্টির সঙ্গে আছেন।

সম্প্রতি ভারতের রাজধানী দিল্লিতে বায়ুদূষণ পরিস্থিতি ব্যাপকভাবে অবনতি হয়। গত এক সপ্তাহ ধরে ধোঁয়াশায় ঢাকা পড়ে ছিল নগরী। পরিস্থিতি সামলাতে বন্ধ রাখা হয় স্কুল। আরোপ করা হয় বিধিনিষেধ। তাতেও তেমন কাজ হচ্ছিল না। তাই দূষণ কমাতে অন্যতম উপায় হিসাবে কৃত্রিমভাবে বৃষ্টি নামানোর পরিকল্পনা করছিল নয়াদিল্লি। এর মধ্যেই এল স্বস্তির খবর।

স্কোর ২০১ থেকে ৩০০-র মধ্যে থাকলে তাকে ক্ষতিকর বলে ধরা হয়। ৩০১ থেকে ৪০০-র মধ্যে তা অত্যন্ত ক্ষতিকর এবং ৪০১ থেকে ৫০০-র মধ্যে থাকলে পরিস্থিতি গুরুতর বলে ধরা হয়।

সূত্র: এনডিটিভি

এমএসএম