হামাসের গোয়েন্দা-অস্ত্র প্রধানকে হত্যার দাবি ইসরায়েলের
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, তারা হামাসের গোয়েন্দা ও অস্ত্র বিভাগের প্রধানকে হত্যা করেছে। এক বিবৃতিতে মোহসেন আবু জিনা নামে হামাসের এই শীর্ষ নেতাকে হত্যার দাবি করেছে আইডিএফ। কৌশলগত গোলাবারুদ এবং রকেট উৎপাদনের শীর্ষ নেতা বলে তাকে অভিহিত করা হয়েছে।
এর আগে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়াভ গ্যালেন্ট বলেছেন, তাদের সেনারা এখন গাজার কেন্দ্রে অবস্থান করছে। তিনি আরও দাবি করেছেন যে, ইসরায়েলি সৈন্যরা স্থল, বিমান এবং সমুদ্রপথে একসঙ্গে হামলা চালিয়েছে। এর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুও দাবি করেছিলেন যে, তাদের সেনারা গাজা সিটির ভেতরে অভিযান চালাচ্ছে।
আরও পড়ুন: গাজা দখলের বিরোধিতা করছে যুক্তরাষ্ট্র
লোকজনকে দক্ষিণ দিকে সরে যাওয়ার আহ্বান জানান নেতানিয়াহু। এদিকে গাজার হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সেখানে ইসরায়েলি বাহিনীর বোমা হামলায় ১০ হাজার ৩০০ জনের বেশি মানুষ নিহত হয়েছে। এর মধ্যে চার হাজারের বেশিই শিশু। অপরদিকে ইসরায়েলে ১৪০০ মানুষের মৃত্যু হয়েছে এবং হামাসের হাতে জিম্মি রয়েছে দুই শতাধিক মানুষ।
গাজার চলমান সংঘাতে বিরতি দেওয়ার জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। হোয়াইট হাউজের এক মুখপাত্র এর আগে জানিয়েছেন যে, মার্কিন ও ইসরায়েলি নেতারা সোমবার নিজেদের মধ্যে কথোপকথনের সময় মানবিক কারণে গাজায় ইসরায়েলের হামলায় কৌশলগত বিরতি এবং জিম্মিদের সম্ভাব্য মুক্তির বিষয়ে আলোচনা করেছেন।
এক সংবাদ সম্মেলনে বাইডেনকে একজন সাংবাদিক জিজ্ঞাসা করেছিলেন যে, তিনি তিন দিনের বিরতির পরামর্শ দিয়েছেন কি না? কিন্তু তিনি এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি।
যুদ্ধ শেষ হলে গাজার দখল কাদের হাতে যাবে তা নিয়ে চলছে জোর আলোচনা। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এরই মধ্যে গাজার নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেওয়ার ইঙ্গিত দিয়েছেন। তবে গাজা দখলের বিরোধিতা করছে যুক্তরাষ্ট্র।
হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন কিরবি জানিয়েছন, গাজা দখলের সিদ্ধান্ত সঠিক হবে না। তিনি বলেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র বন্ধু রাষ্ট্র তার মানে এই নয় যে আমাদের সব বিষয়ে একমত পোষণ করতে হবে। সব ইস্যুতেই বাইডেন ও নেতানিয়াহু এক জায়গায় থাকেন না।
আরও পড়ুন>গাজার সংঘাতে বিরতির জন্য নেতানিয়াহুকে বাইডেনের আহ্বান
এর আগে এবিসি নিউজকে দেওয়া এক সক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, গাজার শাসন ক্ষমতা এমন এক কর্তৃপক্ষের কাছে দেওয়া হবে যারা হামাসের মতো আচরণ করবে না।
টিটিএন