ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

রিজার্ভ চুরি : আরো দু’জনের নাম প্রকাশ

প্রকাশিত: ০৯:০৫ এএম, ২৯ মার্চ ২০১৬

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের ৮ কোটি ডলার চুরিতে জড়িত সন্দেহভাজন দুই চীনা ব্যবসায়ীর নাম প্রকাশ করেছেন চীনা বংশোদ্ভূত ফিলিপিনো ব্যবসায়ী কিম অং। ওই ব্যক্তিরা হলেন, শুহুয়া গাও এবং ডিং ঝিজে। দেশটির সংবাদমাধ্যম ইনকোয়ারারের এক প্রতিবেদনে জানানো হয়েছে, মঙ্গলবার ফিলিপাইনের সিনেট কমিটির শুনানিতে এ তথ্য জানিয়েছেন কিম।

শুনানিতে কিম বলেন, ওই দুই বিদেশীই ৮১ কোটি ডলার ফিলিপাইনে নিয়ে এসেছেন। তবে কিম সরাসরি ওই ব্যক্তিদের নাম উল্লেখ করেন নি। তিনি জানিয়েছেন, তদন্তের স্বার্থে আমি তাদের নাম গোপন খামে লিখে দেব এবং তাদের পাসপোর্টের একটি কপি কমিটির কাছে হস্তান্তর করব।

ব্যাংকের অর্থ চুরির সঙ্গে দুই বিদেশি জড়িত রয়েছেন বলে উল্লেখ করে কিম বলেন, জড়িত ব্যক্তিদের মধ্যে একজন ফিলিপাইনে আসা-যাওয়ার করেন এবং স্থানীয়দের কাছে জানকেট রোলার হিসেবে পরিচিত।

কিম আরো বলেন,  ভুয়া পরিচয়ে ওই দুই ব্যক্তি রিজাল কমার্শিয়াল ব্যাংকিং কর্পোরেশনে (আরসিবিসি) একাউন্ট খোলেন। তারা ওই একাউন্টের মাধ্যমেই লেনদেন করেছিলেন বলে জানান কিম।

টিটিএন/আরআইপি

আরও পড়ুন