ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

ইসরায়েল

এবার বেসামরিক নাগরিকদেরও অস্ত্র হাতে তুলে নেওয়ার আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০১:৩৬ পিএম, ৩১ অক্টোবর ২০২৩

স্বাধীনতাকামী সংগঠন হামাস এবং ইসরায়েলের মধ্যে সংঘাত বন্ধের কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। এর মধ্যেই বেসামরিক নাগরিকদের অস্ত্র হাতে তুলে নেওয়ার আহ্বান জানিয়েছেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তা বিষয়কমন্ত্রী ইতামার বেন-ভির।

যে কোনো ধরনের হুমকি মোকাবিলায় তিনি বেসামরিক নাগরিকদের সতর্ক করেছেন। তিনি বলেন, অস্ত্র একটি পরিবারকে রক্ষা করতে পারে।

আরও পড়ুন: গাজায় প্রাণ হারিয়েছে ৩১ সাংবাদিক

গত ৭ অক্টোবর ইসরায়েলে আকস্মিক হামলা চালায় হামাস। সে সময় দুই শতাধিক ইসরায়েলি নাগরিককে জিম্মি হিসেবে অপহরণ করা হয়। এরপরই গাজায় বিমান হামলা শুরু করে ইসরায়েলি। তারপর থেকে এখন পর্যন্ত ইসরায়েলের হামলা অব্যাহত রয়েছে।

অবরুদ্ধ গাজা উপত্যকার পরিস্থিতিও দিন দিন ভয়াবহ হয়ে উঠছে। সেখানে প্রতিনিয়ত প্রাণ হারাচ্ছে নিরীহ মানুষ। এর মধ্যে অধিকাংশই নারী ও শিশু। জাতিসংঘের শিশু বিষয়ক তহবিল সেভ দ্য চিলড্রেনের ফিলিস্তিনি শাখার আঞ্চলিক পরিচালক জেসন লি বলেছেন, গাজায় প্রতি ১০ মিনিটে একজন শিশু নিহত হচ্ছে।

জেরুজালেম থেকে বিবিসির সঙ্গে আলাপকালে তিনি বলেন, সেখানে আহত ২০ হাজার বেসামরিক নাগরিকের তিনজনের মধ্যে একজনই শিশু।

আরও পড়ুন: গাজায় প্রতি ১০ মিনিটেই নিহত হচ্ছে একটি শিশু

জনাকীর্ণ পরিস্থিতি এবং স্বাস্থ্যবিধির অভাবে সেখানে সংক্রামক রোগ বাড়ছে বলেও জানান তিনি। জেসন লি বলেন, সেখানে ইনফ্লুয়েঞ্জা ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তার মতে, গাজায় যে ত্রাণ সহায়তা পাঠানো হয়েছে তা সাগরের মধ্যে এক ফোঁটা পানি ফেলার মতো। সেখানে আরও বেশি খাবার, চিকিৎসা সরঞ্জাম এবং জ্বালানির প্রয়োজন।

টিটিএন