ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

ইসরায়েল-হামাস যুদ্ধে বাড়তে পারে তেল-কৃষিপণ্যের দাম: বিশ্বব্যাংক

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৮:৩৬ পিএম, ৩০ অক্টোবর ২০২৩

ইসরায়েল-হামাস যুদ্ধ মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়লে বিশ্ব অর্থনীতিতে এর প্রভাব হবে ভয়াবহ। এর কারণে বেড়ে যেতে পারে জ্বালানি তেল ও কৃষিপণ্যের দাম। সোমবার (৩০ অক্টোবর) এক প্রতিবেদনে এই সতর্কবার্তা দিয়েছে বিশ্বব্যাংক।

ইসরায়েল ও ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের মধ্যে সাম্প্রতিক সংঘাত শুরুর পর বিশ্ববাজারে তেলের দাম অন্তত ছয় শতাংশ বেড়েছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে আগে থেকেই সংকটে ছিল নিত্যপণ্যের বৈশ্বিক বাজার। তার ওপর বাড়তি চাপ যোগ করেছে ইসরায়েল ও হামাসের যুদ্ধ।

আরও পড়ুন>> ব্যারেলপ্রতি ৯৩ ডলার ছাড়ালো তেলের দাম

একে ‘১৯৭০-এর দশকের পর পণ্য বাজারে সবচেয়ে বড় ধাক্কা’ হিসেবে উল্লেখ করেছেন বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ইন্দারমিত গিল। এক বিবৃতিতে তিনি বলেছেন, এটি বিশ্ব অর্থনীতিতে বিপর্যয়কর প্রভাব ফেলেছে, যা আজও অব্যাহত রয়েছে।

তিনি বলেন, নীতিনির্ধারকদের সজাগ থাকতে হবে। সংঘর্ষ যদি বাড়তে থাকে, তাহলে বিশ্ব অর্থনীতি কয়েক দশকের মধ্যে প্রথমবারের মতো দ্বৈত ধাক্কার মুখোমুখি হবে।

আরও পড়ুন>> কানাডার সঙ্গে দ্বন্দ্বে ভারতে ডালের বাজার টালমাটাল

বিশ্বব্যাংক বলেছে, সম্ভাব্য অনেক মূল্যবৃদ্ধি নির্ভর করছে বিশ্ববাজারে তেলের দাম এবং রপ্তানি পরিস্থিতির ওপর।

একটি আশাবাদী পরিস্থিতিতে তেলের দাম ৩ থেকে ১৩ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। এর ফলে ব্যারেলপ্রতি দাম থাকবে ৯৩ থেকে ১০২ মার্কিন ডলারের মধ্যে।

আরও পড়ুন>> মধ্যপ্রাচ্য সংকট/ তেলের দাম ফের ১০০ ডলার ছাড়ানোর শঙ্কা

মধ্যম দৃশ্যকল্পে ব্যারেলপ্রতি তেলের দাম ১২১ ডলার পর্যন্ত পৌঁছাতে পারে। আর সবচেয়ে খারাপ পরিস্থিতিতে দাম উঠতে পারে ১৪০ থেকে ১৫৭ ডলার পর্যন্ত। তেমনটি হলে তেলের দাম হবে ২০০৮ সালের পর থেকে সর্বোচ্চ।

সূত্র: এএফপি, এনডিটিভি
কেএএ/