ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

ইসরায়েলি মুদ্রার মান ১১ বছরের মধ্যে সর্বনিম্ন

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৯:৩০ পিএম, ২৬ অক্টোবর ২০২৩

ইসরায়েল ও হামাসের মধ্যে চলছে রক্তক্ষয়ী সংঘাত। গত দুই সপ্তাহের বেশি সময় ধরে দুই পক্ষের মধ্যে লড়াই চলছে। হামাসের হামলার জেরে গাজায় ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল। এমন পরিস্থিতিতে মার্কিন ডলারের বিপরীতে ইসরায়েলি মুদ্রা শেকেলের ব্যাপক দরপতন হয়েছে। গাজায় যখন চূড়ান্ত স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে তখনই এমন খবর সামনে এল।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) ডলারের বিপরীতে শূন্য দশমিক ৪৪ শতাংশ হারিয়েছে শেকেল। ফলে এক ডলার সমান এখন ৪ দশমিক শূন্য ৮ শেকেল। এর আগে ২০১২ সালে শেকেল একইভাবে মূল্য হারিয়েছিল।

আরও পড়ুন>ডলারের বিপরীতে দুর্বল হয়েছে ভারতের রুপি

গত ৭ অক্টোবর ইসরায়েল ও হামাসের মধ্যে সংঘাত শুরু হওয়ার পর শেকেলের মূল্য কমেছে ৬ শতাংশের বেশি।

এদিকে একই কারণে ভারতীয় রুপিও মার্কিন ডলারের বিপরীতে কিছুটা দুর্বল হয়েছে।

সবশেষ লেনদেনে দেখা গেছে, মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় মুদ্রার মান ৪ পয়সা কমে ৮৩ দশমিক ২৩ ডলারের দাঁড়িয়েছে। দিনের শুরুতে ভারতীয় মুদ্রার মান ছিল ৮৩ দশমিক ২০ রুপি। এর আগে বুধবার সবশেষ লেনদেনে ভারতীয় মুদ্রার মান ছিল ৮৩ দশমিক ১৯ রুপি।

সিএনএন

এমএসএম