ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

ইসরায়েল-হামাস সংঘাত

গাজায় প্রায় তিন হাজার শিশু নিহত

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৭:০০ পিএম, ২৬ অক্টোবর ২০২৩

গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে সাত হাজার ছাড়িয়েছে। নিহতদের মধ্যে প্রায় তিন হাজার শিশু রয়েছে।

গত ৭ অক্টোবর ইসরায়েলে ঢুকে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরই পরই গাজায় বোমা হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী।

আরও পড়ুন>গাজায় ঢুকে ‘নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে’ অভিযান চালাচ্ছে ইসরায়েল

গাজার বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে এসব হামলা চালানো হচ্ছে। বাদ যাচ্ছে না আবাসিক ভবনও। ফলে অবরুদ্ধ জায়গাটিতে নিহতের সংখ্যা হু হু করে বাড়ছে।

এদিকে গাজার পরিস্থিতিকে গণহত্যার সঙ্গে তুলনা করেছেন ব্রাজিলের ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দ্য সিলভা। তিনি বলেছেন, গাজায় যেটা হচ্ছে সেটা যুদ্ধ নয়, বরং গণহত্যা। কারণ এই যুদ্ধে হাজার হাজার শিশু প্রাণ হারাচ্ছে।

আরও পড়ুন>গাজায় হাসপাতালের কাছে বিস্ফোরণ, হতাহত ৫০

ব্রাজিলের প্রেসিডেন্ট বলেন, এই মুহূর্তে মধ্যপ্রাচ্যে যা হচ্ছে তা মরাত্মক। কে দায়ী বা কারা ভুল সেটা আলোচনার বিষয় নয়। সমস্যাটা হচ্ছে এটা যুদ্ধ নয়, এটা গণহত্যা। কারণ এতে দুই হাজারের বেশি শিশু মারা গেছে। কোনো অপরাধ না করেও তারা ভুক্তভোগী।

সূত্র: আল-জাজিরা

এমএসএম