ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

পাকিস্তানে কঠোর নিয়ম

‘রাষ্ট্রীয় অতিথি’ না হলে বিদেশ ভ্রমণে ভাতা পাবেন না আমলারা

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৭:৪৭ পিএম, ২১ অক্টোবর ২০২৩

বিদেশ ভ্রমণের সময় আমলারা দৈনিক ভাতার ব্যাপক অপব্যবহার করছেন প্রমাণ পাওয়ায় এ বিষয়ে কঠোর পদক্ষেপ নিলো পাকিস্তান সরকার। এখন থেকে জ্যেষ্ঠ কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ সংক্রান্ত অর্থপ্রদানের সতর্কতা অবলম্বনের নির্দেশনা দিয়েছে দেশটির অর্থ মন্ত্রণালয়। খবর ডনের।

অভিযোগ উঠেছে, আন্তর্জাতিক সংস্থা, বিদেশি সরকার, ঋণদাতা বা বেসরকারি সংস্থাগুলোর অর্থে অথবা তত্ত্বাবধানে বিদেশ ভ্রমণে গিয়েও সরকারের কাছ থেকে দৈনিক শত শত ডলার ভাতা দাবি করছেন পাকিস্তানের সরকারি কর্মকর্তারা। এভাবে সরকারের তহবিল থেকে বিপুল পরিমাণ অর্থ অপব্যয় হচ্ছে।

আরও পড়ুন>> পাকিস্তানের প্রায় ১০ কোটি মানুষ দরিদ্র, সতর্ক করলো বিশ্বব্যাংক

এ অবস্থায় দেশটির অর্থ মন্ত্রণালয় নির্দেশ দিয়েছে, অর্থপ্রদানের আগে হিসাবরক্ষকরা যেন বিলগুলো অতিরিক্ত পরীক্ষা-নিরীক্ষা করে নেন।

পাকিস্তানি অর্থ মন্ত্রণালয়ের জারি করা নোটিশে বলা হয়েছে, লক্ষ্য করা গেছে, সরকারি কর্মকর্তারা সম্পূর্ণরূপে বিদেশি সরকার বা আন্তর্জাতিক সংস্থাগুলোর অর্থায়নে বিদেশ সফর/ভ্রমণের সময়ও সরকারি কোষাগার থেকে দৈনিক ভাতা (ডিএ) গ্রহণ করছেন। এটি প্রযোজ্য নিয়মের ভুল ব্যাখ্যা বা ভুল প্রয়োগ।

আরও পড়ুন>> বিদেশে আটক হওয়া ৯০ শতাংশ ভিক্ষুকই পাকিস্তানি

নোটিশে বলা হয়েছে, সফরকারী দেশে ‘রাষ্ট্রীয় অতিথি’ মর্যাদা পাওয়া সাপেক্ষে সরকারি কর্মকর্তাদের মাত্র ৩০ শতাংশ ডিএ অনুমোদন দেওয়া হবে। আয়োজক দেশ স্বীকৃতি না দিলে সম্পূর্ণরূপে স্পনসর করা সেমিনার বা প্রশিক্ষণ কর্মসূচিতে যোগদানকারী সরকারি কর্মকর্তারা ‘রাষ্ট্রীয় অতিথি’ হিসেবে গণ্য হবেন না।

এছাড়া প্রশিক্ষণ, সেমিনার, আন্তর্জাতিক সম্মেলন, পরিদর্শন এবং প্রোগ্রামের মতো ইভেন্ট, যেখানে দাতা সংস্থা বা দেশগুলো রিটার্ন এয়ার টিকিট, বোর্ডিং, লজিং এবং বাসস্থানের খরচ বহন করে, নিয়মানুসারে এ ধরনের সফরকালে বিদেশ ভ্রমণকারী কর্মকর্তারা কোনো ডিএ পাবেন না।

আরও পড়ুন>> পাকিস্তানে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়েছে

কেএএ/