ফিলিস্তিনে ৫০ লাখ ডলার সহায়তা দেবে কুয়েত
দখলদার ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলায় ক্ষতিগ্রস্ত ফিলিস্তিনিদের জন্য পাঁচ মিলিয়ন (৫০ লাখ) ডলার অনুদান দেবে কুয়েত। বৃহস্পতিবার এ তথ্য প্রকাশ করে দেশটির গণমাধ্যম।
কুয়েত রেড ক্রিসেন্ট সোসাইটির মাধ্যমে গাজায় ত্রাণ দেওয়ার জন্য কুয়েতের ন্যাশনাল ব্যাংক এ অর্থ দেবে।
এদিকে ‘ফাজা’ শিরোনামে ফিলিস্তিনিদের সাহায্যে অনুদান সংগ্রহের কার্যক্রম চালাচ্ছে কুয়েত। দেশটির সামাজিক বিষয়ক মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় ও তথ্য মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে অনুদান কার্যক্রম পরিচালনা হচ্ছে। ফিলিস্তিনিদের জন্য অনুদানের অর্থ স্বাস্থ্য, পুষ্টি এবং আশ্রয়সহ বিভিন্ন খাতে ব্যয় করবে কুয়েত।
অন্যদিকে চলমান ইসরায়েল-হামাস সংঘাতে ফিলিস্তিনের নাগরিকদের সমর্থন জানিয়ে বিক্ষোভ মিছিল করছেন কুয়েতের নাগরিকরা। কুয়েত সিটির ইরাদাহ স্কয়ারে জড়ো হয়ে ইসরায়েলের বিরুদ্ধে স্লোগান দেন তারা। এসময় তারা ইসরায়েল কর্তৃক গাজার হাসপাতালে বোমা হামলার তীব্র নিন্দা জানান।
জেডএইচ/