বাংলাদেশ থেকে প্রায় আড়াই কোটি টাকার সোনা পাচারকালে আটক ৪
বাংলাদেশ থেকে ভারতে প্রায় আড়াই কোটি টাকা মূল্যের সোনা পাচারের অভিযোগে চার বাংলাদেশিকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। ভারত-বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তে বিপুল পরিমানে সোনার বিস্কুট, সোনার ব্রেসলেট ও আংটিসহ চার বাংলাদেশিকে আটক করে বিএসএফের দক্ষিণবঙ্গ সীমান্তের ১৪৫ ব্যাটেলিয়ানের সদস্যরা।
এসব সোনার বিস্কুট, ব্রেসলেট এবং সোনার আংটি লুকিয়ে বাংলাদেশ থেকে ভারতের পাচারের চেষ্টা করা হচ্ছিল বলে অভিযোগ আনা হয়েছে।
আরও পড়ুন: বাংলাদেশ থেকে ভারতে পাচারের সময় ১৮ লাখ টাকার সোনা জব্দ
শনিবার (১৪ অক্টোবর) বিএসএফ-এর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত শুক্রবার (১৩ অক্টোবর) পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার পেট্রাপোল স্থলবন্দর থেকে বিএসএফের জওয়ানরা ২৩টি সোনার বিস্কুট, ৪টি সোনার ব্রেসলেট, একটি সোনার আংটি উদ্ধার করেন।
উদ্ধারকৃত সোনার ওজন তিন হাজার ১৯১ দশমিক ২২ গ্ৰাম যার আনুমানিক বাজার মূল্য এক কোটি ৮৬ লাখ ৭০ হাজার ৭৪২ রুপি বা ২ কোটি ৪৬ লাখ ৫৩ হাজার ৮০ টাকা।
বিএসএফের বিজ্ঞপ্তি অনুযায়ী, পেট্রাপোল স্থলবন্দরের তিনটি ভিন্ন ঘটনায় মেটাল ডিটেক্টর দিয়ে রুটিন তল্লাশি করার সময় চার বাংলাদেশির কাছ থেকে এসব জিনিস উদ্ধার করা হয়। আটক হওয়া ব্যক্তিরা হলেন, বেলাল হোসেন (৪০), মোহাম্মদ কবির (৪৮), আজম খান (৪৬) এবং জুবিদা খানম (৩৩)।
তারা লুকিয়ে সোনার বিস্কুট, সোনার ব্রেসলেট ও সোনার আংটি নিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন বলে অভিযোগ আনা হয়। মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশির সময় এদের কাছ থেকে বিভিন্ন জিনিস উদ্ধার করা হয়। পরবর্তী আইনি পদক্ষেপের জন্য তাদের গ্রেফতার করে জব্দকৃত সোনাসহ শুল্ক বিভাগ পেট্রাপোলে হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন: ভারত-বাংলাদেশ সীমান্তে তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার
দক্ষিণবঙ্গ সীমান্তের বিএসএফের ডিআইজি এ. কে আর্য জানান, ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে চোরাচালান বন্ধে বিএসএফ কঠোর পদক্ষেপ নিচ্ছে। চোরাকারবারিরা মাঝে মাঝে বিভিন্ন উপায়ে সীমান্ত দিয়ে পাচারের চেষ্টা করে। সীমান্তে যেকোনো ধরনের চোরাচালান বন্ধে বিএসএফ সম্পূর্ণভাবে প্রতিজ্ঞাবদ্ধ।
ডিডি/টিটিএন
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ রাশিয়ার পক্ষে ছিলেন ম্যারকেল, করেছিলেন ন্যাটোতে ইউক্রেনের বিরোধিতাও
- ২ সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ২৫ নভেম্বর ২০২৪
- ৩ তুরস্কে গুলি চালিয়ে ৭ জনকে হত্যার পর হামলাকারীর আত্মহত্যা
- ৪ কলকাতা পুলিশের বিরুদ্ধে হয়রানির অভিযোগ বাংলাদেশি পর্যটকদের
- ৫ যুক্তরাষ্ট্রের সমন জারির পর এবার ভারতের আদালতে আদানির বিরুদ্ধে মামলা