ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

ভারতে আইএসের টুইটার ব্যবহারকারীকে গ্রেপ্তার

প্রকাশিত: ১০:০৫ এএম, ১৩ ডিসেম্বর ২০১৪

ইসলামিক স্টেটের (আইএস) টুইটার অ্যাকাউন্ট চালানোর সঙ্গে জড়িত সন্দেহে ভারতের দক্ষিণাঞ্চল থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বেঙ্গালুরুতে একটি প্রতিষ্ঠানে কর্মরত ওই ব্যক্তি সামিউইটনেস নামে ওই অ্যাকাউন্টটি চালায় বলে যুক্তরাষ্ট্রের চ্যানেল ফোর প্রতিবেদন প্রকাশের পর তাকে গ্রেপ্তার করা হয়।

বর্তমানে বন্ধ ওই অ্যাকাউন্ট থেকে আইএসের বিভিন্ন খবরাখবর জানানো হতো। একইসঙ্গে সিরিয়া ও ইরাকে আইএসের প্রসারের বিষয়টিও উদযাপন করা হতো ওই অ্যাকাউন্ট থেকে। ভারতের পুলিশ অবশ্য ওই ব্যক্তির পরিচয় প্রকাশ করেনি। তবে আগের প্রতিবেদনগুলোতে বলা হয়েছিল ওই ব্যক্তির নাম ‘মেহেদি’।

এক লাখ ৮০ হাজার ফলোয়ার আছে অ্যাকাউন্টটির। আইএসের তথ্য ইংরেজিতে পাওয়ার অন্যতম উৎস ছিল ওই টুইটার অ্যাকাউন্ট। বিদেশী যোদ্ধাদের সংগঠনে নেওয়ার ক্ষেত্রে এবং বিদেশী সাংবাদিক ও মানবাধিকার কর্মীদের শিরচ্ছেদের ভিডিও প্রকাশের ক্ষেত্রে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে আইএস।