ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ০৩ অক্টোবর ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৯:৪৯ পিএম, ০৩ অক্টোবর ২০২৩

আমাদের চারপাশে অসংখ্য ঘটনা ঘটছে প্রতিদিন। এর মধ্যে হয়তো আলোচনায় আসে হাতেগোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশ কিছু বিষয়। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-

ব্যাংককে শপিং সেন্টারে গুলি, নিহতরা চীন-মিয়ানমারের নাগরিক

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি শপিংমলে গুলি চালিয়েছেন ১৪ বছরের এক কিশোর। এ ঘটনায় মারা গেছেন অন্তত দুইজন। আহত হয়েছেন পাঁচজন। নিহত দুইজনের একজন চীনা ও আরেকজন মিয়ানমারের নাগরিক। এর আগে বলা হয়েছিল, এ ঘটনায় নিহতের সংখ্যা তিনজন।দেশটির পুলিশ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

ফের ফুলেফেঁপে উঠেছেন মার্কিন ধনীরা, ৪০০ জনের মধ্যেও নেই ট্রাম্প

যুক্তরাষ্ট্রের ধনীদের আবারও বাড়তে শুরু করেছে সম্পদের পরিমাণ। গত বছর অন্তত ৪০০ ধনকুবের সমন্বিতভাবে ৫০০ বিলিয়ন ডলার হারায়। তবে এবছর পুরোটাই ফিরে পেয়েছেন তারা। বর্তমানে মার্কিন এই ধনকুবেরদের মোট সম্পদের পরিমাণ ৪ দশমিক ৫ ট্রিলিয়ন ডলার। সম্পদ ফিরে পাওয়ার ক্ষেত্রে অন্যতম ভূমিকা পালন করে প্রযুক্তি কোম্পানিগুলো।

জ্বালানি তেল রপ্তানিতে নিষেধাজ্ঞা কত দিন রাখবে রাশিয়া?

গত মাসে জ্বালানি তেলের রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপ করেছে রাশিয়া। মাত্র চারটি বাদে বিশ্বের বাকি সব দেশে ডিজেল ও পেট্রল রপ্তানি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে দেশটি। ২১ সেপ্টেম্বর রুশ প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিনের সই করা এক ডিক্রিতে এই নির্দেশনা দেওয়া হয়।

ব্যাংককে শপিং সেন্টারে গুলি, নিহত ২

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি শপিং সেন্টারে গুলির ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, এরই মধ্যে একজন সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে।

তুরস্কে আত্মঘাতী বোমা হামলা, সন্দেহভাজনদের ধরতে অভিযান

তুরস্কের রাজধানী আঙ্কারায় স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের সামনে আত্মঘাতী বোমা হামলা চালানোর ঘটনায় অন্তত ৯২৮ জনকে আটক করেছে দেশটির নিরাপত্তাবাহিনীর সদস্যরা। কুর্দি বিদ্রোহীদের সঙ্গে তাদের যোগাযোগ রয়েছে বলে মনে করা হচ্ছে।

নেপালে পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প, কাঁপলো ভারতও

নেপালে পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৬ এবং ৬ দশমিক ২। মাত্র আধা ঘণ্টার ব্যবধানে দেশটিতে আঘাত হানে এ দুটি ভূকম্পন।

পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

এ বছর পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার জিতেছেন তিন বিজ্ঞানী। তারা হলেন পিয়েরে অ্যাগোস্টিনি, ফেরেঙ্ক ক্রাউস এবং অ্যান ল'হুইলিয়ার। পদার্থের ইলেক্ট্রন গতিবিদ্যায় বিশেষ অবদানের জন্য তাদের এই পুরস্কার দেওয়া হয়েছে। মঙ্গলবার (৩ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল পৌনে ৪টায় স্টকহোমে পদার্থবিদ্যায় নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করে রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেস।

শারদীয় উৎসবের আগে পশ্চিমবঙ্গে বাংলাদেশের ইলিশের চাহিদা তুঙ্গে

শারদীয় দুর্গোৎসবের বাকি হাতে গোনা কয়েক দিন। তারপরেই ঢাকে পরবে কাঠি ।
পূজোকে সামনে রেখে ভোজন রসিক ইলিশ প্রেমী বাঙালিরা বেশ খুশি। কারণ বেশ কয়েক দফায় বাংলাদেশ থেকে পদ্মার রুপালি ইলিশ এসেছে এ রাজ্যে।

জাপানের ডেঙ্গুর ভ্যাকসিন ব্যবহারে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ

জাপানের তাকেদা ফার্মাসিউটিক্যাল কোম্পানির তৈরি ডেঙ্গু প্রতিরোধী ভ্যাকসিন ব্যবহারের পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। কিউডেঙ্গা নামের এই ভ্যাকসিনটি ইতোমধ্যেই ইউরোপীয় ইউনিয়ন এবং ইন্দোনেশিয়া ও ব্রাজিলে ব্যবহারের জন্য অনুমোদন পেয়েছে। নিপ্পন ডটকমের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

অর্থপাচারকারীদের ২০০ কোটি ডলারের সম্পদ জব্দ সিঙ্গাপুরে

অর্থপাচারকারীদের বিরুদ্ধে সিঙ্গাপুরে শুরু হওয়া কঠোর অভিযান অব্যাহত রয়েছে। এই অভিযানে এখন পর্যন্ত ২৮০ কোটি সিঙ্গাপুরিয়ান ডলার (২০০ কোটি মার্কিন ডলার) সমমূল্যের সম্পদ বাজেয়াপ্ত করেছে দেশটির কর্তৃপক্ষ।

কানাডার ৪১ কূটনীতিককে ফিরিয়ে নিতে বলেছে ভারত: রিপোর্ট

ভারত থেকে কানাডার কয়েক ডজন কূটনীতিককে ফিরিয়ে নিতে বলেছে নয়াদিল্লি। এর ফলে খালিস্তানপন্থি শিখ নেতা হত্যাকাণ্ড নিয়ে দুই দেশের মধ্যে যে কূটনৈতিক টানাপোড়েন চলছে, আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মঙ্গলবার (৩ অক্টোবর) সংশ্লিষ্ট সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে ফিন্যান্সিয়াল টাইমস।

এমএসএম/জেআইএম