ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

বাংলাদেশ থেকে ভারতে পাচারের সময় ১৮ লাখ টাকার সোনা জব্দ

পশ্চিমবঙ্গ প্রতিনিধি | প্রকাশিত: ০৫:১৪ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০২৩

বাংলাদেশ থেকে ভারত সীমান্ত দিয়ে পাচারের সময় ১৮ লাখ টাকার সোনার বার জব্দ করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) নদীয়ার দক্ষিণবঙ্গ সীমান্তের ৮২ ব্যাটেলিয়নের সীমান্ত চৌকি গোংড়া থেকে বার দুটি জব্দ করা হয়।

এদিন দুপুর ১২টার দিকে টহল দিচ্ছিলেন বিএসএফ সদস্যরা। তখন তারা দেখতে পান বাংলাদেশর দিক থেকে এক ব্যক্তি সীমান্তের কাঁটাতারের বেড়ার কাছে আসছেন। এসময় বিএসএফ সদস্যরা তার দিকে এগোতে শুরু করলে একটি ছোট প্যাকেট দ্রুত বেড়ার ওপর ছুঁড়ে দিয়ে বাংলাদেশের দিকে পালিয়ে যান তিনি।

ভারতীয় সীমান্তরক্ষীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি করেন। তল্লাশির পর একটি প্যাকেট বাজেয়াপ্ত করেন তারা। এটি সীমান্ত চৌকিতে নিয়ে গেলে সেখানে দুটি সোনার বার পাওয়া যায়। যার ওজন ২৩৫.৩২ গ্রাম। এ দুটি বারের আনুমানিক বাজার মূল্য ১৩ লাখ ৯৩ হাজার ৭৩৭ রুপি, বাংলাদেশি মুদ্রায় যা ১৮ লাখ ৪৬ হাজার টাকা।

জব্দ করা বার দুটি কৃষ্ণনগর কাস্টম অফিসে হস্তান্তর করা হয়েছে।

দক্ষিণবঙ্গ সীমান্ত রক্ষীর ডিআইজি এ কে আর্য জানান, সীমান্তে চোরাচালান বন্ধে কঠোর পদক্ষেপ নিচ্ছে বিএসএফ। চোরাকারবারিরা মাঝে মধ্যেই নানাভাবে সীমান্ত দিয়ে পাচারের চেষ্টা করে।

ডিডি/জেডএইচ/এএসএম