ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

রাশিয়া-উ. কোরিয়ার সামরিক সহযোগিতা নিয়ে পশ্চিমা মিত্রদের উদ্বেগ

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৮:০৬ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০২৩

সম্প্রতি রাশিয়া সফর করেছেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। এসময় দেশ দুইটির মধ্যে সামরিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে। ধারণা করা হচ্ছে, রাশিয়ার কাছে অস্ত্র বিক্রি করতে যাচ্ছে উত্তর কোরিয়া। দেশ দুইটির মধ্যে এমন সহযোগিতামূলক কার্যক্রমে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র, জাপান ও দক্ষিণ কোরিয়া।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) মার্কিন পররাষ্ট্রমন্ত্রী দক্ষিণ কোরিয়া ও জাপানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন। এসময় তারা আঞ্চলিক নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেবেন বলে রাজি হয়েছেন।

আরও পড়ুন>পুতিন-কিমের বৈঠক শুরু, আলোচনায় অস্ত্র বিক্রি

গত সপ্তাহে মস্কো সফর করেছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা। সেসময় তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সামরিক সহযোগিতা নিয়ে আলোচনা করেন।

যুক্তরাষ্ট্র ও মিত্রদের উদ্বেগের অন্যতম কারণ হলো রাশিয়া উত্তর কোরিয়া থেকে অস্ত্র কিনতে যাচ্ছে, যা ইউক্রেন যুদ্ধে ব্যবহার করা হতে পারে।

এদিকে শনিবার (২৩ সেপ্টেম্বর) তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সম্প্রতি তাইওয়ানের আশেপাশে চীনের সামরিক কার্যকলাপ বেড়ে গেছে। এসব ঘটনা এখন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে এবং এতে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঝুঁকি বাড়ছে বলেও উল্লেখ করা হয়।

আরও পড়ুন>‘পবিত্র যুদ্ধে’ রাশিয়ার প্রতি পূর্ণ সমর্থনের প্রতিশ্রুতি কিমের

তাইওয়ান দাবি করেছে, গত দুই সপ্তাহে যুদ্ধবিমান, ড্রোন, বোমারু বিমান এবং অন্যান্য বিমানের পাশাপাশি যুদ্ধজাহাজ এবং চীনের বিমানবাহী রণতরী দিয়ে ওই অঞ্চলের কাছাকাছি কার্যক্রম পরিচালনা করতে দেখা গেছে বেইজিংকে।

এমএসএম