তেহরানে নিযুক্ত সুইস রাষ্ট্রদূতকে তলব
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদের (পিজিসিসি) ‘ভিত্তিহীন’ অভিযোগের প্রতিবাদ জানাতে তেহরানে নিযুক্ত সুইস চার্জ দ্য অ্যাফেয়ার্সকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। ইরানে মার্কিন দূতাবাস না থাকায় সুইস দূতাবাস সেদেশে মার্কিন স্বার্থ দেখাশুনা করে।
গত মঙ্গলবার নিউইয়র্কে যুক্তরাষ্ট্র ও পিজিসিসি এক যৌথ বিবৃতি প্রকাশ করে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) সঙ্গে পূর্ণ সহযোগিতা করতে ইরানের প্রতি আহ্বান জানিয়েছে।
আরও পড়ুন: বিশ্বের ‘সবচেয়ে দূরপাল্লার’ ড্রোন উন্মোচন করলো ইরান
একই সঙ্গে বিবৃতিতে ইরানের ক্রমবর্ধমান সামরিক শক্তির ব্যাপারে উদ্বেগ প্রকাশ করে তাদের ভাষায় ‘মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করতে পারে’ এমন পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকতে তেহরানের প্রতি আহ্বান জানানো হয়।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার (২২ সেপ্টেম্বর) এক বিবৃতিতে জানায়, বৃহস্পতিবার সুইস চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করে ইরানের অভ্যন্তরীণ বিষয়ে যুক্তরাষ্ট্র ও পিজিসিসির হস্তক্ষেপমূলক মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।
আরও পড়ুন: কোরআন হাতে জাতিসংঘে ইরানের প্রেসিডেন্ট, অবমাননার নিন্দা
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ইরান যেকোনো বহিঃশক্তির সম্ভাব্য আগ্রাসন থেকে নিজের সার্বভৌমত্ব, অখণ্ডতা ও নিরাপত্তা রক্ষা করবে। ইরান নিজের জাতীয় স্বার্থ রক্ষার জন্য যখন যে কৌশল প্রয়োজন তখন তাই গ্রহণ করবে বলেও বিবৃতে উল্লেখ করা হয়।
সূত্র: পার্স ট্যুডে
টিটিএন