ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

শ্রম আইন লঙ্ঘন

মালয়েশিয়ায় শাস্তি পেলো ৪০০ কোম্পানি

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১১:৪৩ এএম, ১৫ সেপ্টেম্বর ২০২৩

শ্রম আইন লঙ্ঘনের দায়ে চলতি বছরে এ পর্যন্ত ৪০০ কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে মালয়েশীয় সরকার। দেশটির মানবসম্পদ মন্ত্রী ভি শিবাকুমারে উদ্ধৃতি দিয়ে বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে রাষ্ট্রীয় বার্তা সংস্থা বারনামা।

মন্ত্রী বলেছেন, মালয়েশিয়ার শ্রম বিভাগ এ বছর ২৭২ নিয়োগকর্তাকে সর্বমোট ২১ লাখ ৭০ হাজার রিঙ্গিত জরিমানা করেছে। আরও ১২৮ নিয়োগকর্তাকে ২ লাখ ৪২ হাজার রিঙ্গিত জরিমানা করেছে স্থানীয় আদালত।

আরও পড়ুন>> মালয়েশিয়ায় নাইট ক্লাবে অভিযান, পাঁচ বাংলাদেশিসহ গ্রেফতার ৪৫

অভিযুক্ত কোম্পানিগুলোর নাম প্রকাশ করেননি ভি শিবাকুমার। তাদের অপরাধ কী ছিল সেটিও ব্যাখ্যা করেননি তিনি। তবে মন্ত্রী জানিয়েছেন, এদের বিরুদ্ধে অবৈধভাবে মজুরি কমানোর অভিযোগও রয়েছে।

বৈশ্বিক সরবরাহ ব্যবস্থার অন্যতম প্রধান কেন্দ্র মালয়েশিয়া। দেশটি পাম তেল থেকে শুরু করে মেডিকেল গ্লাভস, সেমিকন্ডাক্টর চিপসসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন পণ্য উৎপাদন করে থাকে।

আরও পড়ুন>> মালয়েশিয়ায় প্রবাসীদের নতুন করে বৈধ হওয়ার সুযোগ নেই

তবে সাম্প্রতিক বছরগুলোতে অভিবাসী শ্রমিকদের অধিকার লঙ্ঘনের অভিযোগে মার্কিন নিষেধাজ্ঞার সম্মুখীন হয়েছে মালয়েশিয়ার বেশ কিছু কোম্পানি।

তাদের বিরুদ্ধে ঋণের ফাঁদ, অতিরিক্ত কাজ করানো, পাসপোর্ট আটকে রাখা, অস্বাস্থ্যকর ডরমেটরিতে বসবাস করতে দেওয়াসহ গুরুতর নানা ধরনের অভিযোগ রয়েছে।

আরও পড়ুন>> তিন সেক্টরে কর্মী নিয়োগের অনুমোদন দিলো মালয়েশিয়া

২০৩০ সালের মধ্যে এ ধরনের জোরপূর্বক শ্রম প্রথা নির্মূলের লক্ষ্য নির্ধারণ করেছে মালয়েশিয়া সরকার।

সূত্র: রয়টার্স
কেএএ/