ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

স্পেনে শাড়ি-স্যান্ডেল পরে মমতা ব্যানার্জীর জগিং, ভিডিও ভাইরাল

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৬:২৩ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০২৩

স্পেন সফরে গেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) মাদ্রিদে লা লিগার প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক রয়েছে তার। ওই বৈঠকে উপস্থিত থাকার কথা সৌরভ গাঙ্গুলীরও। তার আগে মাদ্রিদে জগিং করতে দেখা গেলো মমতাকে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও দেখা গেছে, সাদা শাড়ি ও পায়ে স্যান্ডেল পরে একটি পার্কে হাঁটতে দেখা গেছে তাকে।

আরও পড়ুন>ওষুধের বদলে গিলে ফেললেন এয়ারপড

তৃণমূল জানিয়েছে, মাদ্রিদে সকাল সকাল মর্নিং ওয়াকে বের হয়েছেন মমতা। মর্নিং ওয়াকে তাকে সঙ্গ দিতে দেখা গেছে তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষকেও।

শুধু তাই নয়, মাদ্রিদের রাস্তায় স্থানীয় এক সঙ্গীতশিল্পীদে দেখে দাঁড়িয়েও পড়েন মমতা। ওই শিল্পীর হাতে হারমোনিয়ামের মতো দেখতে অ্যাকোর্ডিয়ন বাদ্যযন্ত্র ছিল। সেটি বাজিয়েও দেখেন মমতা। 

 
 
 
View this post on Instagram

A post shared by Mamata Banerjee (@mamataofficial)

স্পেন সফরে মাদ্রিদে লা লিগার প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন মমতা। দুপুরে বাংলার বইমেলা কমিটির সঙ্গে স্পেনের প্রকাশনা সংস্থার কর্মকর্তাদের বৈঠক হওয়ার কথা। এরপর সন্ধেয় লা লিগার প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করবেন মমতা। সেখানে থাকবেন সৌরভও। লন্ডন থেকে এরই মধ্যে মাদ্রিদে পৌঁছে গেছেন সৌরভ।

বিনিয়োগ আনতেই স্পেন সফরে গেছেন মমতা। তা নিয়ে যদিও কটাক্ষ ছুড়ে দিয়েছেন রাজ্য বিজেপি-র সভাপতি সুকান্ত মজুমদার।

আরও পড়ুন>বিহারে নৌকা উল্টে ১৮ শিশু নিখোঁজ

তিনি বলেন, পাঁচ বছর অন্তর অন্তর বেড়াতে যান তিনি। পাঁচ বছর আগে লন্ডনে গিয়ে পিয়ানো বাজিয়েছিলেন। সেই সুর সুনে কতজন শিল্পপতি বাংলায়ে এসেছিলেন? আসবেও না। যে রাজ্যে অর্থনৈতিক হাব তৈরি হওয়ার কথা, সেখানে মোমের এমন মূর্তি বানানো হয় যে সংশ্লিষ্ট ব্যক্তিও নিজেকেও চিনতে পারবেন না। এমন রাজ্যে শিল্প আসবে না, উনি শিল্প আনতে জানেন না।

সূত্র: এনডিটিভি

এমএসএম