ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

সম্পর্ক জোরদারের অঙ্গীকার মোদী-বাইডেনের

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১১:২২ এএম, ০৯ সেপ্টেম্বর ২০২৩

জি-২০ সম্মেলন শুরু হয়েছে শনিবার (৯ সেপ্টম্বর)। এর আগেই বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। বৈঠকে দুই দেশের এই রাষ্ট্র প্রধানরা সম্পর্ক আরও গভীর করার অঙ্গীকার করেছেন। খবর আল-জাজিরার।

বাইডেন ভারতের রাজধানী দিল্লিতে পৌঁছানোর পর শুক্রবার এক যৌথ বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্র ও ভারত কোয়াড অ্যালায়েন্সের সদস্য হিসেবে একটি মুক্ত, উন্মুক্ত, অন্তর্ভুক্তিমূলক ও স্থিতিস্থাপক ইন্দো-প্যাসিফিক এর জন্য সমর্থন পুনর্ব্যক্ত করেছে। অস্ট্রেলিয়া ও জাপান এই জোটের সদস্য।

আরও পড়ুন>দিল্লি বিমানবন্দরে আইএমএফ প্রধানের নাচের ভিডিও ভাইরাল

গত জুনের পর এটি বাইডেন ও মেদীর সরাসরি দ্বিতীয় বৈঠক। সে সময় ভারতের প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রে সফর করেন। মূলত চীনকে মোকাবিলায় নিজেদের জোটকে শক্তিশালী করার চেষ্টা করছেন এই দুই নেতা।

এর আগে মোদী-বাইডেন বৈঠকে কোন কোন বিষয় নিয়ে আলোচনা হতে পারে, তা নিয়ে তথ্য দেয় মার্কিন নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান। শুক্রবার তিনি সাংবাদিকদের বলেন, বেশকিছু বিষয় নিয়েই আলোচনা হবে। সেগুলোর মধ্যে রয়েছে- জিই জেট ইঞ্জিন চুক্তি, প্রিডেটর ড্রোন, ফাইভ জি ও সিক্স জি ইন্টারনেট নেটওয়ার্ক, গুরুত্বপূর্ণ তথ্যপ্রযুক্তি বিনিময়সহ ও বেসামরিক পারমানবিক কার্যক্রমের অগ্রগতি ইত্যাদি।

এদিকে ভারত সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সেদেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে দ্বিপাক্ষিক একান্ত বৈঠকে বাংলাদেশের আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচন সংক্রান্ত কোনো বিষয়ে আলোচনা হয়নি। এমনকি ইন্দো-প্যাসিফিক ইস্যুতেও দুই প্রধানমন্ত্রীর মধ্যে কোনো কথা হয়নি। তবে বাংলাদেশসহ কেউই এ অঞ্চলে অস্থিতিশীলতা চায় না।

আরও পড়ুন>নজর এখন মোদী-বাইডেন বৈঠকে

শুক্রবার (৮ সেপ্টেম্বর) জি-২০ শীর্ষ সম্মেলন উপলক্ষে ভারত সফরের প্রথম দিন বিকেলে মোদীর সঙ্গে শেখ হাসিনার দ্বিপাক্ষিক বৈঠক হয়।

এমএসএম