ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

জি-২০ সম্মেলন

অতিথিদের চলাচলের রাস্তায় কেন হনুমানের কাটআউট লাগাচ্ছে দিল্লি?

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৫:১১ পিএম, ৩১ আগস্ট ২০২৩

আর কয়েকদিন পরেই ভারতের রাজধানী নয়া দিল্লিতে শুরু হচ্ছে গ্রুপ অব টোয়েন্টি (জি-২০) জোটের শীর্ষ সম্মেলন। ভারতের পাশাপাশি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, জাপান, সৌদি আরব, ফ্রান্স, জার্মানির মতো সদস্য দেশগুলোর সরকারপ্রধানরা এতে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। ফলে আয়োজন জাঁকজমকপূর্ণ করতে চেষ্টার কোনো কমতি রাখছে না দিল্লি কর্তৃপক্ষ। এ উপলক্ষে কয়েক সপ্তাহ আগে থেকেই বিশাল কর্মযজ্ঞ শুরু করেছে তারা। এর মধ্যে বেশিরভাগ কাজ স্বাভাবিক লাগলেও কিছু অভূতপূর্ব বা অভিনব পদক্ষেপও দেখা যাচ্ছে সেখানে। যেমন- রাস্তার ধারে হনুমানের কাটআউট লাগানো, কিংবা হনুমানের ডাক নকল করতে পারে এমন লোক ভাড়া করা।

আগামী ৯ ও ১০ সেপ্টেম্বর দিল্লির প্রগতি ময়দানের ভারত মন্ডপম কনভেশন সেন্টারে অনুষ্ঠিত হবে জি-২০ জোটের ১৮তম শীর্ষ সম্মেলন।

আরও পড়ুন>> জি-২০ সম্মেলনে অংশ নেবেন শেখ হাসিনা, মোদীর সঙ্গে বৈঠকের আশা

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, জি-২০ সম্মেলন সামনে রেখে শহরের সৌন্দর্যবর্ধনে ৬ লাখ ৭৫ হাজার ফুল ও রঙিন পাতার গাছ লাগিয়েছে দিল্লি সরকার। রাস্তা, গোলচত্বর, সম্মেলনস্থল, হোটেল এবং জি২০ সংশ্লিষ্টদের সঙ্গে সম্পর্কিত এলাকাগুলোতে লাগানো হয়েছে বিভিন্ন জাতের ফুলগাছ, বসানো হয়েছে রঙিন টব। এছাড়া, রাজঘাট মেমোরিয়াল কমপ্লেক্সে বসানো হয়েছে ১১৫ ফুট দীর্ঘ ভারতের জাতীয় পতাকা।

বানরের প্রবেশ নিষেধ
দিল্লির বিভিন্ন এলাকায় উন্মুক্ত ঘুরে বেড়ায় বিপুল সংখ্যক বানর। এদের জনসংখ্যা ক্রমেই বাড়ছে। সম্প্রতি বানরের আক্রমণ এবং মানুষকে কামড়ানোর বেশ কয়েকটি খবর সামনে আসায় বিষয়টি নিয়ে উদ্বিগ্ন দিল্লি সরকার। এ কারণে জি-২০ সম্মেলন চলাকালে বানরের উৎপাত নিয়ন্ত্রণে রাখতে বদ্ধপরিকর তারা।

স্থানীয় সরকারের এক কর্মকর্তা বার্তা সংস্থা পিটিআই’কে বলেছেন, সম্মেলনের মূল ভেন্যুসহ সব গুরুত্বপূর্ণ স্থান; যেমন- প্রগতি ময়দানের ভারত মন্ডপম এবং বিদেশি অতিথিরা যেসব হোটেলে থাকবেন- সেগুলোকে ঢেকে দেওয়া হচ্ছে, যেন অনুষ্ঠান চলাকালে সেখানে বানরের দল প্রবেশ করতে না পারে।

আরও পড়ুন>> বাংলাদেশের অংশগ্রহণ জি-২০ সম্মেলনকে সমৃদ্ধ করবে: প্রণয় ভার্মা

এনডিএমসির ভাইস-চেয়ারম্যান সতীশ উপাধ্যায় জানিয়েছেন, কর্তৃপক্ষ ৩০ থেকে ৪০ জন প্রশিক্ষিত ব্যক্তিকে মোতায়েন করবে, যারা বানরদের ভয় দেখানোর জন্য হনুমানের আওয়াজ নকল করতে পারেন।

তিনি বলেন, হনুমানের আওয়াজ নকল করে বানরদের ভয় দেখানোর জন্য এসব প্রশিক্ষিত ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয়েছে। তারা খুবই কার্যকর। আমরা প্রতিটি হোটেলে এদের একজনকে মোতায়েন করবো। সেইসঙ্গে, যেখানেই বানর দেখার খবর পাওয়া যাবে, সেখানে তাদের পাঠানো হবে।

পিটিআই জানিয়েছে, সর্দার প্যাটেল মার্গসহ যেসব এলাকায় বানরের সংখ্যা বেশি, সেসব জায়গায় এক ডজনেরও বেশি হনুমানের কাটআউট স্থাপন করা হয়েছে।

আরও পড়ুন>> জি-২০ সম্মেলন নরেন্দ্র মোদীর জন্য কতটা গুরুত্বপূর্ণ?

তবে এত কিছুর পরেও বানরের দল বেশ কিছু গাছপালা এবং ফুলের ক্ষতি করেছে বলে জানিয়েছেন এক কর্মকর্তা।

কেএএ/