ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে ফের বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ, নিহত ৬

পশ্চিমবঙ্গ প্রতিনিধি | প্রকাশিত: ০২:২৬ পিএম, ২৭ আগস্ট ২০২৩

পূর্ব মেদিনীপুরের এগরা ও দক্ষিণ ২৪ পরগনার বজবজের পর আরও একবার বেআইনি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো পশ্চিমবঙ্গ। এবারের ঘটনাস্থল উত্তর ২৪ পরগনার দত্তপুকুরে। এই বিস্ফোরণে এ পর্যন্ত অন্তত ছয়জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরও কয়েকজন।

জানা যায়, রোববার (২৭ আগস্ট) সকাল ৯টার দিকে দত্তপুকুরে একটি বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে, আশপাশের বাড়িগুলোর ছাদ ও দেওয়াল উড়ে গেছে। এছাড়া কারখানার পাশের বেশ কিছু দোকানও ক্ষতিগ্রস্ত হয়েছে।

আরও পড়ুন>> পশ্চিমবঙ্গে অবৈধ আতশবাজি কারখানায় বিস্ফোরণ, নিহত ৭

বিস্ফোরণের সময় কারখানার ভেতরে বাজি তৈরি করছিলেন শ্রমিকরা। ভয়ানক বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে গেছে বেশ কয়েকজনের দেহ। এমনকি টালির ছাদের ওপর পড়ে থাকতে দেখা গেছে মরদেহ।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশের বিশাল বাহিনী। ঘটনাস্থলে পুলিশ পৌঁছাতেই স্থানীয়রা তাদের সামনে ক্ষোভ প্রকাশ করতে থাকেন। পুলিশকে ঘিরে চলতে থাকে স্লোগান।

স্থানীয়দের অভিযোগ, পুলিশ এবং স্থানীয় তৃণমূল নেতাদের মদদেই এখানে বেআইনি বাজি কারখানা চলতো। বারবার প্রশাসন ও শাসকদলের নেতাদের জানিয়েও কোনো লাভ হয়নি।

আরও পড়ুন>> প্রশাসনের ব্যর্থতা স্বীকার করে ক্ষমা চাইলেন মমতা

জামাল হোসেন নামে স্থানীয় এক বাসিন্দা বলেন, আমরা কয়েকজন রাস্তার ধারে বসে ছিলাম। হঠাৎ দেখি বিস্ফোরণে আশপাশের বাড়িঘর-দোকানপাট ভেঙেচুরে গেছে। তখন চারদিক ধোয়ায় অন্ধকার হয়ে যায়।

বিস্ফোরণের তীব্রতায় বাজি কারখানার পাশে থাকা একটি বাড়ির ছাদ ভেঙে ওই পরিবারের পাঁচজন আহত হয়েছেন।

এলাকাবাসীর অভিযোগ, শুধু ওই কারখানাতেই, এলাকায় আরও কয়েকটি বাড়িতে বেআইনিভাবে চলছে বাজি তৈরির কাজ। সেই কারখানাগুলো দ্রুত বন্ধ করার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

ডিডি/কেএএ/