ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

ছবি ভাইরাল

বোর্ড পরীক্ষায় পাস করাতে উত্তরপত্রের ভেতর টাকা!

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৫:৩৯ পিএম, ২২ আগস্ট ২০২৩

বোর্ড পরীক্ষায় ভালো ফলাফলের জন্য অনেক ছাত্রছাত্রী কঠোর পরিশ্রম করেন। দিনরাত পড়াশোনায় মগ্ন থাকেন। তবে এমন কষ্ট করার পরিবর্তে প্রতারণার আশ্রয় নেন কেউ কেউ। এ কারণে পরীক্ষার হলে নকল করার খবর পাওয়া যায় অহরহ। তার সঙ্গে এবার যোগ হয়েছে উত্তরপত্রের ভেতর টাকা রেখে শিক্ষকদের ঘুস দেওয়ার প্রবণতা।

সম্প্রতি ভারতে একটি বোর্ড পরীক্ষায় পাস করানোর জন্য উত্তরপত্রের ভেতর শিক্ষার্থীদের রেখে যাওয়া টাকার ছবি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ছবিটি টুইটারের শেয়ার করেছেন আইপিএস কর্মকর্তা অরুণ বোথরা। তা দেখে নেটিজেনদের মত, শিক্ষা ব্যবস্থার করুণ চিত্রই উঠে এসেছে এর মাধ্যমে।

আরও পড়ুন>> ট্রাফিক পুলিশের মাথা ঠান্ডা রাখতে ‘এসি হেলমেট’

ভাইরাল ছবিতে ১০০, ২০০ ও ৫০০ রুপির কয়েকটি নোট দেখতে পাওয়া যায়। শিক্ষার্থীরা সেগুলো তাদের বোর্ড পরীক্ষার উত্তরপত্রের সঙ্গে রেখে দিয়েছিল, যাতে শিক্ষক তাদের পাস নম্বর দেন।

আইপিএস কর্মকর্তা তার পোস্টে লিখেছেন, এই ছবিটি আমার কাছে এক শিক্ষক পাঠিয়েছেন। পাস করিয়ে দেওয়ার অনুরোধ করে বোর্ড পরীক্ষার উত্তরপত্রের ভেতরে নোটগুলো রেখেছিল পরীক্ষার্থীরা। ছবিটি আমাদের শিক্ষক, ছাত্রছাত্রী এবং গোটা শিক্ষা ব্যবস্থার বিষয়ে অনেক কিছু বলে দেয়।

আরও পড়ুন>> ইনস্টাগ্রামে চাকরির বিজ্ঞাপনে ক্লিক করে খোয়ালেন ১৩ লাখ টাকা

সূত্র: এনডিটিভি, এই সময়
কেএএ/