ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

পেঁয়াজ রপ্তানিতে ৪০ শতাংশ শুল্কারোপ ভারতের

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৮:৫৩ পিএম, ১৯ আগস্ট ২০২৩

পেঁয়াজ রপ্তানির ওপর ৪০ শতাংশ শুল্কারোপ করেছে ভারত সরকার। এই শুল্ক হার চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে। মূলত অভ্যন্তরীণ বাজারে দাম নিয়ন্ত্রণে রাখতেই এমন পদক্ষেপ নিয়েছে দেশটির কর্তৃপক্ষ। খবর দ্য ইকোনমিক টাইমসের।

এর আগে ব্যবসায়ীদের উদ্ধৃতি দিয়ে ভারতীয় সংবাদমাধ্যমটি এক প্রতিবেদনে জানায়, সেপ্টেম্বরের মধ্যে ভালো পেঁয়াজের দাম বেড়ে দ্বিগুণ হতে পারে। অর্থাৎ কেজিপ্রতি দাম হতে পারে ৫৫ থেকে ৬০ রুপি।

আরও পড়ুন>নিয়ন্ত্রণে আসছে না স্প্যানিশ দ্বীপের দাবানল, চলছে উদ্ধার অভিযান

ব্যবসায়ীরা জানান, দেশটিতে পেঁয়াজের মজুত যথেষ্ট। কিন্তু অতিরিক্ত গরমের কারণে অধিকাংশ পেঁয়াজের মান খারাপ হয়ে গেছে, তাই একটু ভালো মানের পেঁয়াজের দাম বেড়ে গেছে।

ব্যবসায়ীরা আরও বলেছেন, শুধু মান খারাপ হওয়া নয়, অন্য পণ্যের দাম বেড়ে যাওয়াও পেঁয়াজের দাম বাড়ার অন্যতম কারণ।

আরও পড়ুন>ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৫

এদিকে জুলাইয়ে ভারতের বার্ষিক খুচরা মূল্যস্ফীতি বেড়ে ১৫ মাসের মধ্যে সর্বোচ্চ হয়েছে। জুলাইতে মূল্যস্ফীতি দাঁড়ায় ৭ দশমিক ৪৪ শতাংশে, যা আগের মাসে ছিল ৪ দশমিক ৮৭ শতাংশ।

আগস্ট পর্যন্ত উচ্চ-ফ্রিকোয়েন্সি খাদ্যমূল্যের তথ্য অনুযায়ী, ভারতে চলতি মাসেও বিভিন্ন পণ্যের দাম ঊর্ধ্বমুখী। বিশেষ করে টমেটোর দাম।

এমএসএম