ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

জয়ী না হওয়া পর্যন্ত ইউক্রেনকে সমর্থন দেবে ন্যাটো

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৮:০৩ পিএম, ১৭ আগস্ট ২০২৩

পশ্চিমাদের সামরিক জোট ন্যাটোর প্রধান জেন্স স্টলটেনবার্গ বলেছেন, জোটটিকে অবমূল্যায়ন করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তাছাড়া যুদ্ধে জয় না পাওয়া পর্যন্ত ইউক্রেনকে সমর্থন দেওয়ারও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

নরওয়েতে স্টলটেনবার্গ বলেন, ইউক্রেনে কীভাবে সংঘাত বন্ধ হবে বা শান্তি প্রতিষ্ঠা হবে সে ব্যাপারে আলোচনা চলছে।

তবে ইউক্রেনীয়রাই শান্তির শর্তাবলী নির্ধারণ করে। এক্ষেত্রে ন্যাটো তাদের সমর্থন দেবে বলেও জানান তিনি।

আরও পড়ুন>বেলারুশের সঙ্গে সীমান্ত বন্ধ করছে লিথুনিয়া

এদিকে বেলারুশের সঙ্গে সীমান্ত বন্ধ করে দিচ্ছে লিথুনিয়া। দুদেশের মধ্যে ছয়টি সীমান্ত ক্রসিং রয়েছে। এর মধ্যে দুটি সীমান্ত ক্রসিং অস্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হবে বলে লিথুনিয়া সরকার নিশ্চিত করেছে। বর্তমান ভূ-রাজনৈতিক পরিস্থিতি এবং বেলারুশ ভূখণ্ডের মধ্যে হাজার হাজার রাশিয়ার ভাড়াটে সেনা ওয়াগনার গ্রুপের উপস্থিতির কারণে এই অঞ্চলে উদ্বেগ বাড়ছে।

রাশিয়ার কট্টর মিত্র বেলারুশের সঙ্গে সাম্প্রতিক সময়ে এর প্রতিবেশী দেশগুলোর উত্তেজনা বাড়তে শুরু করেছে। এদিকে বুধবার লিথুনিয়ার সীমান্ত বন্ধ করে দেওয়ার ঘোষণায় তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছে বেলারুশ।

আরও পড়ুন>সৌদি সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী

লিথুয়ানিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাগনে বিলোটাইট বলেন, জাতীয় নিরাপত্তার হুমকি এবং সীমান্তে সম্ভাব্য উসকানি রোধে প্রতিরোধমূলক ব্যবস্থার জন্যই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে।

এমএসএম