ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

শেষ কক্ষপথে চন্দ্রযান-৩, এবার সফল হবে ভারত?

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৪:০৮ পিএম, ১৬ আগস্ট ২০২৩

চাঁদের উদ্দেশে পাড়ি দিয়ে শেষ কক্ষপথে পৌঁছে গেলো চন্দ্রযান-৩। পরিকল্পনা মতোই বুধবার (১৬ আগস্ট) সকাল সাড়ে ৮টা নাগাদ পঞ্চম তথা শেষ কক্ষপথে প্রবেশ করলো চন্দ্রযান।

ভারতীয় মহাকাশ সংস্থা ইসরোর পক্ষ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবারই চন্দ্রযানের মূল অংশ থেকে বিচ্ছিন্ন হওয়ার কথা ল্যান্ডার বিক্রমের। অর্থাৎ, চন্দ্রযানের চাঁদের বুকে নামার প্রক্রিয়া শুরু হবে বৃহস্পতিবার থেকেই।

আরও পড়ুন>এবার নিরাপত্তা জোরদারে বেলারুশ সীমান্তে সেনা পাঠালো লাটভিয়া

বুধবার ইসরোর এক টুইট বার্তায় জানানো হয়, কক্ষপথে খুব অল্প সময়ের মধ্যেই প্রবেশ করেছে চন্দ্রযান-৩। গত ১৪ জুলাই দুপুর ২টা ৩৫ মিনিটে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধওয়ান স্পেস সেন্টারের ‘লঞ্চিং প্যাড’ থেকে সফল উৎক্ষেপণ হয়েছিল ‘চন্দ্রযান-৩। উৎক্ষেপণের ২২ দিন পর চন্দ্রযান-৩ পৌঁছেছে চাঁদের কক্ষপথে। এর আগে পৃথিবীর মাধ্যাকর্ষণ বলের টানে পৃথিবীর কক্ষপথেই ঘুরছিল মহাকাশযানটি। সেখানেও পাঁচবার কক্ষপথ পরিবর্তন করানো হয়েছে তার।

চাঁদে মানুষহীন মহাকাশযান পাঠানোর জন্য ইসরোর অভিযানগুলোর মধ্যে এটি তৃতীয়। এর আগে দু’বার ইসরোর অভিযান ব্যর্থ হয়েছে। আগামী ২৩ অগস্ট বিকেল ৫টা ৪৭ মিনিটে রোভার প্রজ্ঞানকে পেটের ভেতরে নিয়ে ‘পাখির পালকের মতো অবতরণ’ (সফ্‌ট ল্যান্ডিং) করার কথা চন্দ্রযান-৩-এর ল্যান্ডার বিক্রমের।

আরও পড়ুন>সমালোচনার জেরে হাওয়াই দ্বীপ পরিদর্শনে যাচ্ছেন বাইডেন

চার বছর আগে ঠিক ওই পর্যায়ে এসে ব্যর্থ হয়েছিল ইসরোর ‘চন্দ্রযান-২’। এই অভিযান যদি সফল হয়, তবে ভারতের মহাকাশ গবেষণা নিঃসন্দেহে নতুন মাত্রা পাবে। আমেরিকা, রাশিয়া, চীনের পরে চতুর্থ দেশ হিসাবে মহাকাশযান সফলভাবে চাঁদে অবতরণ করানোর তালিকায় উঠে আসবে ভারত। সেই সঙ্গে চাদের দক্ষিণ মেরুতে প্রথমবার কোনো দেশ পা রাখবে। কারণ ওই অংশটি এখনো অনাবিষ্কৃত।

এমএসএম