ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

ভারত থেকে বাংলাদেশে আসছিল অবৈধ অস্ত্র

পশ্চিমবঙ্গ প্রতিনিধি | প্রকাশিত: ০৬:৪৫ পিএম, ১০ আগস্ট ২০২৩

আবারও ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে পাচারকারীদের পরিকল্পনা ভেস্তে দিলো ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। ভারত থেকে বাংলাদেশে পাচারকালে চারটি রাইফেল ও একটি দেশি পিস্তল উদ্ধার করেছেন উত্তর ২৪ পরগনার গোজাডাঙ্গার দক্ষিণবঙ্গ ১৫৩ ব্যাটালিয়ানের জওয়ানরা।

জানা গেছে, গোয়েন্দাদের কাছে থেকে বিএসএফ আগাম খবর পেয়েছিল, গোজাডাঙ্গা আন্তর্জাতিক সীমান্ত দিয়ে বেশ কিছু বেআইনি অস্ত্র ভারত থেকে বাংলাদেশে পাচার হবে। সেই তথ্যের ভিত্তিতে সীমান্তের কাছাকাছি সন্দেহভাজন এলাকায় অপেক্ষা করতে থাকে বিএসএফের একটি বিশেষ দল।

একপর্যায়ে গোজাডাঙ্গা শিবটোলার (নাকুয়াদহ গ্ৰাম) কাছে আন্তর্জাতিক সীমান্তের দিকে সন্দেহভাজন তিন ব্যক্তির গতিবিধি লক্ষ্য করেন বিএসএফ জওয়ানরা। তাদের দাঁড়াতে বললে তিনজনই গ্রামের দিকে ছুটতে শুরু করেন।

বিএসএফ জওয়ানরাও ওই সন্দেহজন তিনজনের পিছু নেন। এ সময় পাচারকারীদের কাছে থাকা একটি ব্যাগ পড়ে যায়। তবে জলাবদ্ধতার সুযোগ নিয়ে তারা পালিয়ে যেতে সক্ষম হয়।

পরে সেই ব্যাগটি উদ্ধার করে বিএসএফ। খোলার পর দেখা যায় ভেতরে বেশ কয়েকটি অবৈধ অস্ত্র। যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার জন্য অস্ত্রগুলো বসিরহাট থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে বিএসএফ।

এ বিষয়ে বিএসএফের ডিআইজি (দক্ষিণবঙ্গ সীমান্ত) এ কে আর্য জানান, অস্ত্র পাচারের পেছনে কারা রয়েছে, তা খুঁজে বের করতে বিএসএফের গোয়েন্দা বিভাগ কাজ করছে।

তিনি বলেন, এ ধরনের চোরাচালান প্রতিরোধ করা সম্ভব হয়েছে শুধু কর্তব্যরত জওয়ানদের সর্তকতার কারণে।

ডিডি/কেএএ