৩ দিন ধরে লিফটে আটকে নারীর করুণ মৃত্যু
লিফটে আটকা পড়ে এক নারীর হৃদয়বিদারক মৃত্যু হয়েছে। তিনি একজন পোস্টউইমেন হিসেবে কাজ করতেন। ওই লিফটে তিন দিন ধরে আটকে ছিলেন তিনি। এ সময় কেউ তাকে উদ্ধার করতে যায়নি। মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে উজবেকিস্তানের তাসখন্দে।
দ্য মিররের এক প্রতিবেদনে বলা হয়েছে, ওলগা লিওন্টিভা নামের ওই নারী নয়তলা বিশিষ্ট ভবনটির সর্বোচ্চ তলা থেকে চিৎকার করে সাহায্য চাইলেও কেউ তা শুনতে পায়নি। গত ২৪ জুলাই তার পরিবার তাকে নিখোঁজ ঘোষণা করে। বাড়ি না ফেরার পরই তাকে খোঁজা শুরু হয়। পরের দিন লিফটের মধ্যে থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ব্যাপক তল্লাশির ফলেই এটা সম্ভব হয়।
আরও পড়ুন>খালি গায়ে হাফপ্যান্ট পরে ঘুরছেন বাইডেন, ছবি ভাইরাল
এদিকে এ ঘটনার তদন্ত শুরু করেছে সেখানের প্রসিকিউটর অফিস। জানা গেছে, চীনা-তৈরি লিফটি কার্যক্রমে ছিল, কিন্তু এটি নিবন্ধিত ছিল না। রিজিওনাল ইলেকট্রিসিটি নেটওয়ার্ক এন্টারপ্রাইজ নিশ্চিত করেছে ঘটনার দিন কোনো বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়নি। মনে করা হচ্ছে, লিফটের ত্রুটির কারণেই তার এই করুণ পরিণতি হয়েছে।
গত সপ্তাহে ইতালির পালের্মোতে একই ধরনের ঘটনা ঘটেছে। যেখানে বিদ্যুৎ বিচ্ছিন্নের সময় লিফটে আটকা পড়ে মৃত অবস্থায় পাওয়া যায় ফ্রান্সেসকা মার্চিওন নামের ৬১ বছর বয়সী এক নারী।
আরও পড়ুন>চলন্ত গাড়ির ছাদে বসে মদ্যপান, ভিডিও ভাইরাল
দুর্ঘটনার সঠিক কারণ নির্ণয় করতে ও ভবিষ্যতে একই ধরনের ট্র্যাজেডি যাতে না ঘটে তা রোধ করতে উভয় ক্ষেত্রেই এখন যথাযথভাবে তদন্ত করা হচ্ছে।
এমএসএম