রাস্তা আটকে পুলিশ সদস্যের প্রতিবাদ
‘আমি চোর ধরি, ওরা টাকা নিয়ে ছেড়ে দেয়’
সহকর্মীদের বিরুদ্ধে ঘুস নিয়ে আসামি ছেড়ে দেওয়ার অভিযোগ তুলে রাস্তায় নেমেছেন ভারতের এক পুলিশ সদস্য। শুধু রাস্তায় নেমেই ক্ষান্ত হননি, রীতিমতো পথ আটকে সবার দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছেন তিনি। এর জন্য এক সহকর্মীর লাথি পর্যন্ত খেতে হয়েছে। তবু প্রতিবাদে অনড় ছিলেন ওই পুলিশ সদস্য।
গত শুক্রবার (২১ জুলাই) পাঞ্জাবের জলন্ধরের ভোগপুর এলাকায় পাঠানকোট হাইওয়ের একটি অংশে ঘটেছে এই ঘটনা। এর ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে।
আরও পড়ুন>> প্রেমিকের সঙ্গে ফোনে কথা বলায় বাধা, বাবার নামে থানায় অভিযোগ মেয়ের
ভিডিওতে ওই পুলিশ সদস্যকে বলতে শোনা যায়, আমি চোর ধরি আর আমার থানার লোকেরা টাকার বিনিময়ে তাদের ছেড়ে দেয়।
সূত্র জানায়, ওই পুলিশ সদস্য এক যুবককে গ্রেফতার করে ভোগপুর থানায় নিয়ে গিয়েছিলেন। পরে থানায় গিয়ে সহকর্মীদের কাছে ওই আসামির কথা জিজ্ঞেস করলে তারা অস্পষ্ট উত্তর দেন। তাতেই ক্ষোভে ফেটে পড়েন তিনি।
ভিডিওতে দেখা যায়, ক্ষুব্ধ পুলিশ সদস্য রাস্তার দু’পাশে দড়ি বেঁধে গাড়ি চলাচল আটকানোর চেষ্টা করছেন। এসময় আরেক পুলিশ সদস্য সেই দড়ির গিঁট খুলে ফেলছেন এবং প্রতিবাদী পুলিশ সদস্যকে ধমকাচ্ছেন।
আরও পড়ুন>> কারাগারে প্রেম: প্যারোলে বেরিয়ে বিয়ে করলেন দুই কয়েদি
"I Catch Thieves, They Let Them Off For Money": Watch Cop's Unique Protest https://t.co/0ykDyPId2Z pic.twitter.com/1vXNyLQa9o
— NDTV (@ndtv) July 22, 2023
একপর্যায়ে দড়ি খুলে ফেললে ক্ষুব্ধ পুলিশ সদস্য রাস্তার মধ্যে শুয়ে পড়েন। এসময় সহকর্মী পুলিশ সদস্য এসে তাকে টেনে সরিয়ে নেওয়ার চেষ্টা করেন। তাতে রাজি না হলে প্রতিবাদী পুলিশ সদস্যকে লাথি মারেন সেই সহকর্মী।
এসময় আরও কিছু লোক ঘটনাস্থলে এসে উপস্থিত হন। প্রতিবাদী পুলিশ সদস্যের এই কাণ্ডে রাস্তার একপাশে যানজট লেগে যায়।
আরও পড়ুন>> ১০ বছরে স্বামীকে ৭ বার পুলিশ দিয়ে ধরিয়েছেন স্ত্রী
এ ঘটনা প্রসঙ্গে ভোগপুর থানার ইনচার্জ সুখজিৎ সিং বলেন, ঝগড়ার ঘটনায় এক যুবককে থানায় আনা হয়েছিল। ওই ব্যক্তি জামিনের আবেদন করলে তা মঞ্জুর হয়। পরে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।
তবে ভিডিওতে প্রতিবাদী পুলিশ সদস্যকে এক সহকর্মী লাথি মারতে দেখা গেলেও এমন কিছু ঘটেনি বলে দাবি করেছেন সুখজিৎ সিং।
সূত্র: এনডিটিভি
কেএএ/