ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ২০ জুলাই ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৯:৫১ পিএম, ২০ জুলাই ২০২৩

আমাদের চারপাশে অসংখ্য ঘটনা ঘটছে প্রতিদিন। এর মধ্যে হয়তো আলোচনায় আসে হাতেগোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশ কিছু বিষয়। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-

বিশ্বের চতুর্থ দুর্বলতম পাসপোর্ট পাকিস্তানের

বিশ্বের শক্তিশালী পাসপোর্টের তালিকায় একেবারে তলানিতে ঠাঁই হয়েছে পাকিস্তানের। তালিকায় নিচের দিক থেকে চতুর্থ স্থানে রয়েছে পাকিস্তানি পাসপোর্ট। অর্থাৎ, বিশ্বের চতুর্থ দুর্বলতম পাসপোর্ট হচ্ছে পাকিস্তানের। যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান দ্য হেনলি অ্যান্ড পার্টনার্স প্রতি বছর এই সূচক প্রকাশ করে।

দুই নারীকে বিবস্ত্র করে হাঁটানোর ঘটনায় উত্তাল ভারত

জাতিগত সহিংসতার মধ্যেই ভাইরাল হওয়া একটি ভিডিও নিয়ে আরও উত্তাল হয়ে উঠেছে ভারতের মণিপুর রাজ্য। কুকি উপজাতির দুই নারীকে নগ্ন অবস্থায় হাঁটতে বাধ্য করার ওই ভিডিও ছড়িয়ে পড়ার পর সহিংসতার প্রবণতা আরও বেড়েছে। তাছাড়া বিষয়টি নিয়ে পুরো ভারতে ব্যাপক সমালোচনা ও প্রতিবাদ শুরু হয়েছে।

মহারাষ্ট্রে ভূমিধসে ১৩ জনের প্রাণহানি

ভারতের মহারাষ্ট্রে ভয়াবহ ভূমিধসের ঘটনায় প্রাণ হারালেন অন্তত ১৩ জন। পাথরের স্তূপের নিচে বহু চাপা পড়ে রয়েছেন বলেই অনুমান উদ্ধারকারীদের। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছান রাজ্যের মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে। মৃতদের পরিবারের জন্য আর্থিক সাহায্যের ঘোষণাও করেছে মহারাষ্ট্র সরকার।

কোথায় গেলেন চীনের পররাষ্ট্রমন্ত্রী?

চীনের পররাষ্ট্রমন্ত্রী চিন গ্যাং হঠাৎ করেই লোকচক্ষুর আড়ালে চলে গেছেন। ৫৭ বছর বয়সী এই নেতাকে প্রায় ২৩ দিন ধরে জনসমক্ষে দেখা যাচ্ছে না। তার সবশেষ আনুষ্ঠানিক কর্মসূচি ছিল গত ২৫ জুন। এরপর থেকে কোনো খোঁজ নেই। চীনা মন্ত্রীর এই আকস্মিক অন্তর্ধান নিয়ে অনলাইনে নানা ধরনের জল্পনা-কল্পনা শুরু হয়েছে।

তিন দেশের নেতা-আমলাদের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

‘গণতন্ত্রবিরোধী কর্মকাণ্ডে’ জড়িত থাকার অভিযোগে তিন দেশের শীর্ষ রাজনীতিবিদ ও সরকারি কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। দেশগুলো হলো গুয়াতেমালা, হন্ডুরাস ও নিকারাগুয়া। এছাড়া দুর্নীতির অভিযোগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে মধ্য আমেরিকার আরেক দেশ এল সালভাদরের সাবেক দুই প্রেসিডেন্টের ওপরও।

রাশিয়ার সতর্কবার্তায় আন্তর্জাতিক বাজারে বাড়লো গম-ভুট্টার দাম

চলতি সপ্তাহেই ইউক্রেন থেকে কৃষ্ণসাগর দিয়ে শস্য রপ্তানি চুক্তি থেকে বেরিয়ে এসেছে রাশিয়া। এরপরই তারা জানায়, এখন থেকে ইউক্রেনীয় বন্দরগামী যেকোনো জাহাজকে সামরিক জাহাজ হিসেবে বিবেচনা করা হবে। আর এতেই শস্যবাহী জাহাজ চলাচল কমে যাওয়ায় বিশ্ব বাজারে বাড়তে শুরু করেছে গমে ও ভুট্টার দাম।

সুইডিশ রাষ্ট্রদূতকে বহিষ্কার করলো ইরাক

মুসলিমদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন অবমাননার প্রতিবাদে এবার সুইডেনের রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে ইরাক। বৃহস্পতিবার (২০ জুলাই) ইরাকি বিক্ষোভকারীরা বাগদাদের সুইডিশ দূতাবাসে হামলার কয়েক ঘণ্টা পরেই রাষ্ট্রদূতকে বহিষ্কারের ঘোষণা দেয় ইরাক সরকার।

পুরোনো মার্কিন বন্ধু হেনরি কিসিঞ্জারকে পেয়ে নস্টালজিক শি জিনপিং

মার্কিন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার চীন সফরে গেছেন। বৃহস্পতিবার (২০ জুলাই) দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বেঠক করেছেন সাবেক এই মার্কিন কূটনীতিক। সেখানে শি জিনপিং কিসিঞ্জারকে বলেছেন, তার মতো পুরোনো বন্ধুকে কখনোই ভোলা যায় না।

ফিফা ওমেন্স ওয়ার্ল্ড কাপের কয়েক ঘণ্টা আগেই হামলা, নিহত ২

ফিফা ওমেন্স ওয়ার্ল্ড কাপের কয়েক ঘণ্টা আগেই হামলার ঘটনা ঘটলো নিউজিল্যান্ডের অকল্যান্ডে। পুরো শহরেই উদ্বোধনী ম্যাচের প্রস্তুতি শুরু হয়ে গেছে। এরই মধ্যে বন্দুকধারীর গুলিতে দুইজন নিহত হয়েছে। হামলার ঘটনায় এক পুলিশ কর্মকর্তাসহ ৬ জন আহত হয়েছে। একটি কন্সট্রাকশন সাইটে স্থানীয় সময় সকাল ৭টা ২২ মিনিটে ওই হামলার ঘটনা ঘটে।

প্লেনে চড়েই অফিস-বাজার-ঘোরাফেরা

দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন যুক্তরাষ্ট্রের বেশকিছু জায়গায় এয়ারফিল্ড তৈরি করা হয়েছিল, পরে যেগুলোকে অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। সেই জায়গাগুলোকে পরবর্তী সময়ে রেসিডেন্সিয়াল এয়ার পার্কে পরিণত করা হয়। ক্যামেরন এয়ারপার্ক তেমনই একটি জায়গা।

এসএএইচ/জেআইএম